“আনিসুর রহমান গ্রামীণ উন্নয়নে জনগণের অংশগ্রহণ নিয়ে বিশেষভাবে কাজ করেছেন,” শোকবার্তায় বলেন প্রধান উপদেষ্টা।
Published : 05 Jan 2025, 11:22 PM
স্বাধীনতার পর প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য, অর্থনীতিবিদ, সংগীত শিল্পী আনিসুর রহমানের মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
রোববার এক শোকবার্তায় তিনি বলেছেন, “আনিসুর রহমান গ্রামীণ উন্নয়নে জনগণের অংশগ্রহণ নিয়ে বিশেষভাবে কাজ করেছেন। অংশীদারি গবেষণা এবং আত্মনির্ভর অংশীদারি উন্নয়নের দর্শন ও পদ্ধতিগত প্রশ্নে তার অবদান বিশ্বস্বীকৃত।”
উপদেষ্টা বলেন, মুক্তিযুদ্ধে একজন সংগঠক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আনিসুর রহমান। শিক্ষকতা, গবেষণার পাশাপাশি তিনি রবীন্দ্রসংগীত শিল্পী ছিলেন। লেখক হিসেবেও তিনি পাঠকের কাছে বিশেষভাবে সমাদৃত। দেশ ও দেশের মানুষের প্রতি চিন্তাশীল এই অর্থনীতিবিদের অবদান আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি।
রোববার দুপুর ১টা ১০ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা যান আনিসুর রহমান। তার বয়স হয়েছিল ৯১ বছর।
ঢাকা বিশ্ববিদ্যালয় ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়া আনিসুর রহমান শিক্ষকতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইসলামাবাদ বিশ্ববিদ্যালয়ে।
অধ্যাপক রহমান রবীন্দ্রসংগীত শিল্পী এবং গবেষক হিসেবেও পরিচিত ছিলেন। যুক্ত ছিলেন ছায়ানটের সঙ্গে। বিস্তর লেখালেখিও করেছেন।
‘পথে যা পেয়েছি’ নামে দুই খণ্ডে তার আত্মজীবনীমূলক গ্রন্থ প্রকাশ করে অ্যাডর্ন পাবলিকেশন।
আনিসুর রহমানের জন্ম ১৯৩৩ সালে ময়মনসিংহে। ষাটের দশকে বঙ্গবন্ধুর ছয় দফা ঘোষণাপত্র তৈরিতে সহায়তা করেন। ছিলেন মুক্তিযুদ্ধে একজন সংগঠকও।
স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনে অর্থনীতিবিদ নুরুল ইসলামের সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি।
আনিসুর রহমানের প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘উন্নয়ন জিজ্ঞাসা’, ‘অপহৃত বাংলাদেশ’, ‘পিপলস সেলফ ডেভেলপমেন্ট’, ‘অসীমের স্পন্দ-রবীন্দ্রসংগীত বোধ ও সাধনা’, ‘যে আগুন জ্বলেছিল মুক্তিযুদ্ধের চেতনার স্বতঃস্ফূর্ত প্রকাশ’, ‘সঙস অব টাগোর, ফিলসফি, সিলেক্টেড ট্রান্সলেশনস¬ পেইন্টিংস’, ‘পার্টিসিপেশন অব দ্য রুরাল পুয়োর ইন ডেভেলপমেন্ট’ ও ‘মাই স্টোরি অব ১৯৭১’।
আরও পড়ুন-