২৯ ডিসেম্বর থেকে ২৫০ প্লাটুন ব্যাটালিয়ন আনসার সদস্যকে প্রায় এক হাজার সেকশনে বিভক্ত করে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হয়েছে, যারা ১০ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবে।
Published : 05 Jan 2024, 02:30 PM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষা, ভোট কেন্দ্র ও ব্যালট বাক্সের নিরাপত্তা এবং ভোটদানে শৃঙ্খলা বজায় রাখতে সারাদেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৫ লক্ষাধিক সদস্যকে মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শুক্রবার দুপুরে রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক।
তিনি বলেন, সারাদেশের ৪২ হাজার ১৪৯টি ভোট কেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষা ও ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় নিরাপত্তা রক্ষায় ৫ লাখ ৫ হাজার ৭৮৮ জন সাধারণ আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশপাশি নির্বাচনকে কেন্দ্র করে প্রায় ৩ হাজার কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত থাকবেন।
আনসার মহাপরিচালক বলেন, “এরইমধ্যে ২৯ ডিসেম্বর থেকে ২৫০ প্লাটুন ব্যাটালিয়ন আনসার সদস্যকে প্রায় এক হাজার সেকশনে বিভক্ত করে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হয়েছে, যারা ১০ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবে।
“উপকূলের ১৩টি উপজেলা বাদে সকল উপজেলায় আনসার ব্যাটালিয়নের এর একটি করে স্ট্রাইকিং টিম নির্বাচনি পরিবেশ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার পরিকল্পনা অনুযায়ী দায়িত্ব পালন করছে।”
সংবাদ সম্মেলনে মেজর জেনারেল আমিনুল হক জানান, নির্বাচনী কেন্দ্রের নিরাপত্তায় প্রতিটি কেন্দ্রে মোট ১২ জন করে আনসার ও ভিডিপি সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। তাদের মধ্যে একজন প্লাটুন কমান্ডার (পিসি) ও একজন সহকারী প্লাটুন কমান্ডারের (এপিসি) নেতৃত্বে ৬ জন পুরুষ ও ৪ জন মহিলা ভিডিপি সদস্য নিয়োজিত থাকবেন। পিসি ও এপিসিরা অস্ত্র এবং ভিডিপি সদস্য-সদস্যারা লাঠি হাতে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আনসার-ভিডিপির প্রতিটি সদস্যকে নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “তাদেরকে অত্যন্ত সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে তাদের উপর অর্পিত দায়িত্ব পালনের জন্য সচেষ্ট থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে কোনো ধরনের অবহেলা বা গাফলাতি বরদাশত করা হবে না।”
কোথাও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে তা দ্রুতসময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার জন্যও তাদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ৪০ হাজার ১৯৯টি ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় চার লাখ ৮২ হাজার ২৩৮ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়।
সে সময় নির্বাচনকালীন দায়িত্ব পালনকালে পাঁচ জন আনসার-ভিডিপি সদস্য নিহত ও ১৭ জন সদস্য আহত হয়েছিলেন বলে সংবাদ সম্মেলনে জানান হয়।