রুমা উপজেলার কেপলংপাড়া থেকে তাদের আটক করার খবর দেয় আইএসপিআর।
Published : 27 Jan 2025, 07:57 PM
বান্দরবানের রুমায় সেনাবাহিনীর অভিযানে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দুই সদস্যকে আটক করার খবর দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর বলেছে, রোববার সকালে ভান মুন লম বম (৪২) ও ফিলিপ খিয়াং (৩৬) নামে দুজনকে আটক করে সেনাবাহিনী।
"গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রুমা উপজেলার কেপলংপাড়া এলাকায় সেনাবাহিনীর একটি দল কেএনএফের বিরুদ্ধে বিশেষ অভিযান চালায়। অপারেশন দলটি তাদের গোপন আস্তানা ঘেরাও করে অভিযান চালিয়ে দুজনকে আটক করে।"
তারা অভিযানের খবর পেয়ে ‘পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল’ জানিয়ে আইএসপিআর বলছে, আটক কেএনএফ সদস্যরা ‘স্থানীয় জনগণের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড’ চালাতেন। আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ‘সশস্ত্র কার্যকলাপেও’ সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন।
আইএসপিআর বলছে, রুমার বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কেএনএফ সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনী দীর্ঘদিন ধরে অভিযান চালিয়ে আসছে।