সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে আবারও তার সহযোগিতা চেয়েছেন তিনি।
Published : 12 Jun 2024, 09:25 PM
বাবা হত্যার সঠিক বিচার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আবেদন করেছেন সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন।
বুধবার বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ডরিন এ আবেদন করেছেন বলে জানিয়েছেন আনারের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, প্রকৃত অপরাধীরা কেউ যেন কোনো সুযোগ নিতে না পারে সে ব্যাপারে মন্ত্রীর সহযোগিতা চেয়েছেন ডরিন। এ ব্যাপারে মন্ত্রী আশ্বস্ত করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে ডরিন সাংবাদিকদের বলেন, যারা গ্রেপ্তার হয়েছেন তাদের বিভিন্ন জায়গা থেকে ছাড়িয়ে নেওয়ার তদবির চলছে জানতে পেরে তার উদ্বেগের বিষয়টি মন্ত্রীর কাছে তুলে ধরেছেন। বাবা হত্যার বিচার নিশ্চিত করতে মন্ত্রীর সহযোগিতা চেয়েছেন।
তিনি বলেন, এ হত্যাকাণ্ডের পেছনে অর্থের লেনদেন হয়েছে বলে জানতে পেরেছেন।
ঝিনাইদহ আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহম্মেদ বাবু ওরফে গ্যাস বাবুর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, এ অর্থের যোগানদাতা কে, কেন তারা করেছে, কেনই বা একজন তার তিনটি মোবাইল ফোন হারিয়ে গেছে বলে জিডি করলেন এটার সুষ্ঠু তদন্ত হওয়া দরকার।
যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের ব্যাপারে ডিবির কাছে কোন না কোনো তথ্য আছে বলে মনে করেন আনারের ছোট মেয়ে ডরিন।
গত ১১ মে চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনার। তার বন্ধু স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাস কলকাতায় জিডি করার পর দুই দেশে তদন্ত শুরু হয়।
এরপর ২২ মে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেন, এমপি আনারকে কলকাতার এক বাড়িতে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
আনার হত্যাকাণ্ডের খবরের দিনই তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন শেরেবাংলা নগর থানায় তার বাবাকে খুনের উদ্দেশে অপহরণের অভিযোগে মামলা দায়ের করেন। অন্যদিকে কলকাতায় দায়ের করা হয় হত্যা মামলা।
এদিন এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, এটা একটা আলোচিত ঘটনা। এই ঘটনায় কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এসব ঘটনার ব্যাপারে ছাড় না দিতে প্রধানমন্ত্রীর সুষ্পষ্ট নির্দেশনা রয়েছে। তাছাড়া তিনি অপরাধীদের ব্যাপারে একেবারে জিরো টলারেন্স।
নাফ নদীতে বাংলাদেশি নৌযানে গুলির ঘটনার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মিয়ানমারের সেনাদের সঙ্গে আরাকান আর্মির যে যুদ্ধ চলছে সেখানকার কোন পক্ষের গুলি এসে বাংলাদেশের জেলেদের ট্রলার কিংবা টহল বোটে লেগেছে সেটা নিশ্চিত হওয়া যায়নি।
আনার হত্যা: উদ্ধার মাংসের টুকরো ও হাড়গোড় ‘পুরুষ মানুষের’
আনার হত্যা: বাবুসহ চারজনের মোবাইলের ফরেনসিক পরীক্ষার নির্দেশ