১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
গত ১১ মে চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনার। ১১ দিন পর তার খুন হওয়ার খবর প্রকাশ্যে আসে।
এ নিয়ে গ্রেপ্তার সাতজনের মধ্যে পাঁচজন আদালতে জবানবন্দি দিয়েছিলেন।
শুনানিতে আসামিদের কোনো বক্তব্য জানতে চাননি বিচারক।
হত্যাকাণ্ডে ‘সরাসরি অংশ নেওয়া’ সাতজনই গ্রেপ্তার হয়েছে বলে ডিবির ভাষ্য।
“ডিবি থেকে আমাদের জানিয়েছে, রোববার ডিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা বিদেশযাত্রার প্রয়োজনীয় সরকারি আদেশের (জিও) জন্য আবেদন করবেন। এরপর কবে, কীভাবে যাব সে বিষয়টি ঠিক করা হবে।”
আনার হত্যায় জড়িত সন্দেহে বাবু ছাড়াও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
মিন্টু ‘অর্থদাতা না কি পরিকল্পনাকারী’ তা রিমান্ডে থাকাকালে জিজ্ঞাসাবাদে জানার চেষ্টা করা হবে, বলেন হারুন।
ঝিনাইদহের আরেক নেতা বাবুও একই ঘটনায় রিমান্ডে আছেন।