মঙ্গল শোভাযাত্রা নামটি থাকবে কি না, তা বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে জানাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
Published : 08 Apr 2025, 06:48 PM
পহেলা বৈশাখের শোভাযাত্রার নাম ‘মঙ্গল শোভাযাত্রা’ থাকবে, না কি তা পরিবর্তন করা হবে, তা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলোচনা করে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, “শোভাযাত্রার নাম কী থাকবে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় সবার সাথে আলাপ করছে। তারা এ ব্যাপারে জানাবে। ১০ এপ্রিল সংবাদ সম্মেলন করে তারা তাদের সিদ্ধান্ত জানাবে।”
চৈত্র সংক্রান্তি এবং নববর্ষ উদযাপন ঘিরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত সভা শেষে কথা বলছিলেন ফারুকী।
গত ২৩ মার্চ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে অনুষ্ঠিত হয়ে আসা মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন সংস্কৃতি উপদেষ্টা।
এ নিয়ে সমালোচনা শুরু হলে পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে উপদেষ্টা বলেছিলেন, মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়নি।
মঙ্গলবার উপদেষ্টা ফারুকী বলেন, “এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈঠক শেষে আমি যে বক্তব্য দিয়েছিলাম, তা ‘মিস কোট’ করা হয়েছে।”
নাম পরিবর্তনের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন আজহারুল ইসলাম সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, আয়োজনটি নিয়ে বিভিন্ন কমিটি ও উপকমিটি রয়েছে। সবার সম্মিলিত সিদ্ধান্ত থেকেই সবকিছু চূড়ান্ত করা হবে।
নাম পরিবর্তনের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছিলেন তিনি।
এখন মঙ্গল শোভাযাত্রা, না কি আনন্দ শোভাযাত্রা নামে প্রস্তুতি চলছে জানতে চাইলে অধ্যাপক আজহারুল বলেন, “আমরা সবকিছু চূড়ান্ত করে সাংবাদিকদের জানাব। যে মোটিফগুলো তৈরি হয়েছে, তা কীভাবে উপস্থাপন করা হবে, পুরো আয়োজনটি কীভাবে হবে, তা নিয়ে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আলোচনা করে, তা সবাইকে জানানো হবে।”
গত শতকের আশির দশকে সামরিক শাসনের অর্গল ভাঙার আহ্বানে পহেলা বৈশাখে চারুকলা থেকে যে শোভাযাত্রা বের হয়েছিল; সেটিই পরে মঙ্গল শোভাযাত্রায় রূপ নেয়। ২০১৬ সালে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতিও পায় এ কর্মসূচি।
নববর্ষ ঘিরে নিরাপত্তা 'ঝুঁকি নেই': স্বরাষ্ট্র উপদেষ্টা
নাম নিয়ে এখনো সংশয়, 'মঙ্গল শোভাযাত্রা' এবার কেমন হবে?