“আপনাদের আমি শিওর করতে পারি ওই সময় আইনশৃঙ্খলা রোজার সময় যেমন দেখেছেন ওই সময় ঠিক এভাবেই চলবে।”
Published : 08 Apr 2025, 02:27 PM
বাংলা নববর্ষ উদযাপন নিয়ে কোনো ধরনের ‘নিরাপত্তা ঝুঁকি দেখছেন না’ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
বর্ষবরণের এই উৎসব ঘিরে নিরাপত্তায় ব্যাঘাত ঘটবে না বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
চৈত্র সংক্রান্তি এবং নববর্ষ উদযাপন ঘিরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত সভা শেষে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আপনাদের আমি শিওর করতে পারি ওই সময় আইনশৃঙ্খলা রোজার সময় যেমন দেখেছেন ওই সময় ঠিক এভাবেই চলবে। কোন ধরনের ঘটনা যেন না ঘটে সব ব্যবস্থা আমরা নেব।"
ঢাকা বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র সরোবর, হাতিরঝিল, রমনা বটমূলসহ বিভিন্ন জায়গায় নববর্ষের অনুষ্ঠানের কথা তুলে তিনি জবাবে বলেন, "কোন সিকিউরিটি থ্রেট নেই। নিরাপত্তা কোন বিঘ্নিত হবে না।"
এবারে অন্যান্য বছরের তুলনায় অনুষ্ঠানের ব্যাপকতা বেশি হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন,
আইনশৃঙ্খলা রক্ষার্থে কি কি করণীয় আছে, বৈঠকে সে ব্যাপারে আলোচনা হয়েছে।
এবারেও আগের মতই সামনে-পেছনে পুলিশি নিরাপত্তায় মঙ্গল শোভাযাত্রা হবে কী না সাংবাদিকরা জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন, “পুলিশ তো বাংলাদেশের লোক। তারাও যদি শোভাযাত্রায় যায় তাহলে অসুবিধা কি।"
তবে অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় করছে বলে জানিয়েছেন সরকারের এই উপদেষ্টা।
মঙ্গল শোভাযাত্রা ঘিরে অন্তর্বর্তী সরকার বাড়তি কি ধরনের নিরপত্তা ব্যবস্থা নিচ্ছে জানতে চাইলে তিনি বলেছেন এটা নির্ভর করে নিরাপত্তা ঝুঁকির মাত্রার উপরে।
"থ্রেটের উপর নির্ভর করে সিকিউরিটির ব্যবস্থা নেওয়া হয়। আগের যে থ্রেট অনেক কম। এ অবস্থায় নিরাপত্তা লিবারেল করতে পারি। আবার যদি মনে করি সিকিউরিটি থ্রেট আরো বেশি তাইলে নিরাপত্তা ব্যবস্থা আরো বেশি নেওয়া হবে।"
নববর্ষ উদযাপনে ঢাকার ক্ষেত্রে ডিএসপি এবং অন্যান্য জেলার ক্ষেত্রে সেখানকার পুলিশ সুপাররা প্রয়োজন বুঝে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী উপস্থিত ছিলেন।