“আমাদের কাজ ব্যাপক। তিন মাসে এটা করা কঠিন।”
Published : 01 Dec 2024, 10:12 PM
‘এখনকার মত পরিস্থিতি’ এড়াতে জনপ্রশাসনের কাঠামো পরিবর্তনের সুপারিশ করা হবে বলে জানিয়েছেন এ বিষয়ক সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী।
জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যরা রোববার সচিবালয়ে বৈঠক করেন। পরে তারা সাংবাদিকদের মুখোমুখি হন।
কমিশনের সদস্য সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমান সাংবাদিকদের বলেন, “৫২ বছরে এমন ২৩টি সংস্কার কমিশন হয়েছে। কতটুকু সুপারিশ নিয়েছে, আমি আপনি আমরা ভালোই জানি। এবার আমরা বি প্রাকটিক্যাল, মানুষের কাছে গিয়ে যতটুকু গ্রহণযোগ্য, সেটা দেওয়ার চেষ্টা করব।”
মোখলেস উর রহমান বলেন, “যারা ক্ষমতার অপব্যবহার করেছেন, তাদের কারণে আমরা অনেক পিছিয়ে ছিলাম এবং পিছিয়ে আছি। এসব লোকজনকে আমরা মেইনস্ট্রিম থেকে সরিয়ে দেব।”
কমিশনপ্রধান মুয়ীদ চৌধুরী বলেন, “আমরা কাঠামোগত পরিবর্তনের জন্য সুপারিশ করব, যেন এখনকার মত পরিস্থিতি সৃষ্টি না হয়।”
সংস্কার কমিশনের কাজের ধরন সম্পর্কে তিনি বলেন, “আমরা তিনটি গ্রুপ করে কাজটা ভাগ করেছি। ঢাকার বাইরে সাধারণ মানুষের বক্তব্য শোনার জন্য কিছু প্রোগ্রাম হাতে নিয়েছি।
“আমরা রাজশাহীতে গিয়েছিলাম। সেখানে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা করেছি এবং আলাদা করে গণশুনানি করেছি। আমাদের উদ্দেশ্য হলো জনসাধারণ কী চিন্তা করছেন, কী বলছেন, তা শোনা।”
গত ৩ অক্টোবর নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুদক ও জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এর দুই দিন পর গঠন করা হয় সংবিধান সংস্কার কমিশন। কমিশন গঠনের দিন থেকে ৯০ দিনের মধ্যে তাদেরকে সরকারপ্রধানের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়।
মুয়ীদ চৌধুরী সাংবাদিকদের বলেন, “আমাদের কাজ ব্যাপক। সেজন্য আমাদের একটু সময় লাগছে। তিন মাসে এটা করা কঠিন। তবু আমরা সরকারের নির্দেশনা অনুযায়ী তিন মাসের মধ্যে এটা সম্পন্নের চেষ্টা করব।”