এ ধরনের রায় সমাজে মিথ্যা মামলার বিরুদ্ধে সতর্কবার্তা হিসেবে কাজ করবে, রায় পর্যবেক্ষণে বলেন বিচারক।
Published : 08 Apr 2025, 06:44 PM
বিচ্ছেদের পর স্বামীকে ফাঁসাতে যৌতুকের অভিযোগে মামলা করায় ঢাকার ধামরাইয়ের এক নারীকে জরিমানা করেছে আদালত।
ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জুনাইদ মঙ্গলবার মামলার রায়ে ওই নারীকে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
সাজা পাওয়া নাছিমা আক্তারের (৪৪) বাড়ি ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের বড় নালাই গ্রামে। তার সাবেক স্বামী এস এম গোলাম মোস্তফাকে মামলার অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আবদুল্লাহ আল মামুন বলেন, মামলার সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানিমূলক বলে রায় এসেছে। রায় পর্যবেক্ষণে বিচারক বলেছেন, এ ধরনের রায় সমাজে মিথ্যা মামলার বিরুদ্ধে সতর্কবার্তা হিসেবে কাজ করবে।
মামলার নথি অনুযায়ী, ১৯৯০ সালে গোলাম মোস্তফার সঙ্গে নাছিমার বিয়ে হয়। তাদের দুই ছেলে রয়েছে। মোস্তফা বিদেশ যাওয়ার পর স্ত্রীর নামে জমি কেনেন। পরবর্তীতে দুজনের কলহ ও দ্বন্দ্ব হলে মোস্তফার বিরুদ্ধে তার স্ত্রী মামলা করেন। তবে সেটি পরে আদালত খারিজ করে দেয়।
এরপর মোস্তফা তালাক দিলে তার স্ত্রী ২০২২ সালে যৌতুকের অভিযোগে মামলা করেন। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে তিন বছর পর আদালত ওই মামলাকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানিমূলক’ অভিহিত করে রায় দিল।