অস্থায়ী প্রবেশ পাসের আবেদন গ্রহণ করতে সচিবালয়ের উল্টো দিকে ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে এ সেল করা হয়েছে।
Published : 28 Dec 2024, 07:28 PM
অগ্নিকাণ্ডের পর সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি আরোপের একদিন পর অস্থায়ী প্রবেশ পাসের আবেদন নিতে বিশেষ সেল গঠন করা হয়েছে।
শনিবার এ সেল গঠনের কথা তুলে ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আদেশ জারি করেছে।
এতে বলা হয়েছে, অস্থায়ী প্রবেশ পাসের আবেদন গ্রহণ করতে সচিবালয়ের উল্টো দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে এ সেল করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের দুই কর্মকর্তাকে এ সেলের দায়িত্ব দেওয়ার কথাও বলা হয়েছে আদেশে।
তারা হলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন-৩ শাখার সিনিয়র সহকারী সচিব এফ এম তৌহিদুল আলম ও সচিবালয়ের নিরাপত্তা শাখার অফিস সরকারী কাম মুদ্রাক্ষরিক মৃত্যুঞ্জয় বাড়ৈ।
গত বুধবার গভীর রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার ১০ ঘণ্টা পর তা নেভানো সম্ভব হয় ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায়।
এর দুদিন পর শুক্রবার সচিবালয়ের ‘নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে’ সব ধরনের অস্থায়ী প্রবেশ পাস বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরমধ্যে সাংবাদিকদের প্রবেশের জন্য ইস্যু করা অ্যাক্রেডিটেশন কার্ডও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়।
এ নিয়ে সাংবাদিকদের মধ্যে সমালোচনার মধ্যে শনিবার প্রধান উপদেষ্টা দপ্তর থেকে বলা হয়, শিগগির নতুন আবেদন নিয়ে সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়া হবে।
অপরদিকে এদিন সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকারের বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে সভা করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছে সরাষ্ট্র মন্ত্রণালয়। সাংবাদিকদের অস্থায়ী প্রবেশ পাস বাতিল সাময়িক বলে মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার ফয়সল হাসান এক বার্তায় জানান।
ডিইউজের নিন্দা
এদিকে পেশাগত কাজে সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের জন্য নির্ধারিত অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের সিদ্ধান্তের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ।
শনিবার বিকালে সংগঠনের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকারের প্রতি এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে।
বিবৃতিতে ডিইউজে নেতারা বলেন, “এটি স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। সরকারের এই সিদ্ধান্ত স্বাধীন সাংবাদিকতার বিকাশকে শুধু বাধাগ্রস্তই করবে না, সংবাদমাধ্যমের অবাধ তথ্যপ্রবাহ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকেও হুমকির মধ্যে ফেলে দেবে।”
এ বিষয়ক সরকারি সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অর্থনৈতিক বিটে কর্মরত প্রতিবেদকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামও (ইআরএফ)।
শনিবার সংগঠনের সভাপতি রেফায়েত উল্লাহ মীরধা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম এক বিবৃতিতে বলেন, “বর্তমান সরকার মুখে গণমাধ্যমের স্বাধীনতা ও মুক্ত সাংবাদিকতার কথা বললেও দফায় দফায় পেশাদার সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করার পর শুক্রবার একসঙ্গে সকল সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড অনির্দিষ্টকালের জন্য বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।
“এর মাধ্যমে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার রুদ্ধ করা হচ্ছে, যা স্বাধীন সাংবাদিকতার প্রতি হুমকি ও পেশাদার সাংবাদিকদের চাকরির নিরাপত্তা বিঘ্নিত করবে বলে ইআরএফ আশঙ্কা করছে।”
আরও পড়ুন
সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার: তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে সভা করে সিদ্ধান্ত
সাংবাদিকদের নতুন অ্যাক্রেডিটেশন কার্ড শিগগিরই: প্রধান উপদেষ্টার দপ্তর
সচিবালয়ে অগ্নিকাণ্ড: ‘নিরাপত্তার স্বার্থে’ সাংবাদিকদের প্রবেশ পাসও বাতিল