ডিএমপি ভাষ্য, নাট্যোৎসব কেন স্থগিত হয়েছে, সেটিও তাদের কাছে ‘বোধগম্য’ নয়।
Published : 15 Feb 2025, 11:34 PM
ঢাকা মহানগর নাট্যোৎসব ‘বন্ধ বা স্থগিত’ করার কোনো নির্দেশনা পুলিশ দেয়নি বলে দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ডিএমপি বলেছে, নাট্যোৎসব কেন স্থগিত হয়েছে, সেটিও তাদের কাছে ‘বোধগম্য’ নয়।
এর আগে দুপুরে নিরাপত্তা শঙ্কার কারণে উৎসব স্থগিতের কথা জানান ঢাকা মহানগর নাট্য পর্ষদের আহ্বায়ক ঠান্ডু রায়হান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সবার নিরাপত্তার কথা ভেবে আমাদের অক্লান্ত পরিশ্রম ও ভালোবাসায় আয়োজন করা প্রাণের নাট্যোৎসব আপাতত স্থগিত ঘোষণা করতে বাধ্য হয়েছি।”
এ বিষয়ে ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, "ঢাকা মহানগর নাট্যোৎসব স্থগিত সম্পর্কে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবৃতি ডিএমপির নজরে এসেছে।
"ডিএমপি নাট্যোৎসব বন্ধ বা স্থগিতের কোনো নির্দেশনা দেয়নি। যেকোনো সৃজনশীল ও শৈল্পিক কর্মকাণ্ডকে আমরা সবসময় উৎসাহ দিই। কী কারণে নাট্যোৎসবটি স্থগিত হয়েছে, তা আমাদের বোধগম্য নয়। এই নাট্যোৎসব ঘিরে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ডিএমপি তৎপর রয়েছে।"
পুলিশের এমন বক্তব্যের পর নাট্যোৎসবটি পুনরায় আয়োজন করা হবে কিনা জানতে চাইলে ঢাকা মহানগর নাট্য পর্ষদের সদস্য-সচিব কামাল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশের বক্তব্য তো আমরা এখনো জানতে পারিনি।
“এছাড়া আমাদেরকে তো মহিলা সমিতির মিলনায়তনটির বরাদ্দও বাতিল করা হয়েছে। পুলিশ নিরাপত্তা নিশ্চিত করলে এবং মহিলা সমিতি থেকে বাতিল করা ভেন্যুটি পুনরায় বরাদ্দ দেওয়া হলে আমরা সংশ্লিষ্ট নাট্যদলের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত জানাব।"
শনিবার বিকাল ৫টায় ঢাকার নাটক সরণির মহিলা সমিতি মিলনায়তনে এই উৎসব উদ্বোধন হওয়ার কথা ছিল। উৎসবের তিনটি পর্যায়ে একটি করে নাটক মঞ্চস্থ করার কথা ছিল ৮৫টি নাট্যদলের।
আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় মহিলা সমিতিতে কিছু লোক এসে উৎসব নিয়ে আপত্তি তোলে। উৎসব হলে হামলা করারও হুমকি দেয় তারা।
উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব কামাল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুক্রবার দুপুরে বাংলাদেশ মহিলা সমিতির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমাদের জানান যে, রমনা থানা থেকে ফোনে নাট্যোৎসব বন্ধ করতে বলা হয়েছে।
হুমকির মুখে স্থগিত ঢাকা মহানগর নাট্যোৎসব
৮৫ নাট্যদল এক প্ল্যাটফর্মে, উৎসব শুরু শনিবার
“আমরা উৎসব কমিটির পক্ষ থেকে রমনা থানার ওসির সঙ্গে যোগাযোগ করি। সন্ধ্যায় আমরা ওসি সাহেবের সঙ্গে তার অফিসে সাক্ষাৎ করি এবং উৎসবের বিস্তারিত তথ্য তাকে অবহিত করি।”
থানায় আলোচনার পর পুলিশ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিলে নিরাপত্তা সহযোগিতা চেয়ে একটি আবেদনপত্র জমা দেওয়া হয় বলে জানান তিনি।
তবে থানার ওই বৈঠকের খবর পেয়ে ‘উত্তেজিত কিছু লোক’ এসে মহিলা সমিতি প্রাঙ্গণে উৎসবের সাজসজ্জা খুলে ফেলে বলে ভাষ্য আয়োজকদের।
কারা এই হুমকি দিয়েছে, তারা পরিচয় দিয়েছে কি না, এ প্রশ্নের উত্তরে কামাল বলেন, “বিগত দিনেও একটি নাট্যদলের নাটক বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শো-এর মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এর প্রতিবাদে নাট্যকর্মীরা যখন সমাবেশ করছিল; তখন নাট্যজন মামুনুর রশীদসহ উপস্থিত নাট্যকর্মীদের উপর যারা হামলা করেছিল, আজকের ঘটনা তারই পুনরাবৃত্তি বলে আমরা মনে করি।”
মহিলা সমিতির একজন সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই উৎসব ঘিরে মহিলা সমিতিতে হামলার আশঙ্কা তৈরি হয়েছে। এজন্য আমরা আয়োজকদের পরিস্থিতি জানিয়েছি। তারা উৎসব স্থগিত করেছেন।”
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম শনিবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “এই বিষয়ে আমার কিছু জানা নাই।”
উদীচীর নিন্দা
‘হুমকি দিয়ে’ ঢাকায় নাট্যোৎসব বন্ধের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
উদীচী একাংশের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে'র পাঠানো এক বিবৃতিতে বলা হয়, "ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শাসন ব্যবস্থার অবসানের পর গত কয়েক মাসে শুধু নাট্যচর্চাই নয়, প্রগতিশীল সংস্কৃতি চর্চার যেকোনো আয়োজনেই ধারাবাহিকভাবে বাধা দেওয়ার ঘটনা ঘটছে।
৭১ নাট্যদল নিয়ে 'ঢাকা মহানগর নাট্য পর্ষদ'
“নরসিংদী, নারায়ণগঞ্জ ও টাঙ্গাইলে মৌলবাদী গোষ্ঠী হেফাজতে ইসলামের বাধার মুখে লালন উৎসব বন্ধ করা, রাজধানীতে বসন্ত উৎসব আয়োজন করতে না দেওয়া, টাঙ্গাইলে বসন্ত বরণ ও ঘুড়ি উৎসব বন্ধ করাসহ আবহমান কাল থেকে চলে আসা লোক সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক বাহক বিভিন্ন অনুষ্ঠান ও আয়োজন বন্ধ করে দেওয়া হয়েছে।"
অমিত রঞ্জন দে বলেন, "এ ধরনের মব সৃষ্টির মাধ্যমে যেকোনো সুস্থ ধারার সংস্কৃতি চর্চাকে বাধাগ্রস্ত করার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।"