ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র সরকারের দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তার প্রশাসনের এটাই সর্বোচ্চ পর্যায়ের সংলাপ।
Published : 03 Apr 2025, 12:12 AM
যুক্তরাষ্ট্রের ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অ্যালেক্স এন ওয়ং টেলিফোনে বাংলাদেশের প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছে, যেখানে দুই পক্ষের যোগাযোগ বাড়ানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে বলে জানিয়েছে সরকারপ্রধানের দপ্তর।
প্রধান উপদেষ্টার কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র সরকারের দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তার প্রশাসনের এটাই সর্বোচ্চ পর্যায়ের সংলাপ।
বিবৃতিতে বলা হয়, বুধবার এই টেলিফোন আলাপে পারস্পরিক ‘স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে’ আলোচনা হয় এবং ‘ভবিষ্যতে যোগাযোগ বজায় রাখার বিষয়ে’ দুই পক্ষ সম্মত হয়।
বাংলাদেশের কাছে সামরিক সরঞ্জাম বিক্রির সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তার ঢাকা সফরের দুই সপ্তাহের মধ্যে অ্যালেক্স এন ওয়ং এবং খলিলুর রহমানের মধ্যে এই বৈঠকের খবর এল।
মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডিং জেনারেল জোয়েল পি. ভাওয়েল ২৪ ও ২৫ মার্চ বাংলাদেশে সফর করেন। সে সময় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন।
“পারস্পরিক কার্যক্ষমতা ও সামগ্রিক সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রে উৎপাদিত সরঞ্জাম সংগ্রহের সম্ভাবনা” নিয়ে সেসব বৈঠকে আলোচনা হয় বলে সে সময় মার্কিন দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সম্প্রতি যুক্তরাষ্ট্র সরকার যে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৭৩ মিলিয়ন ডলারের সহায়তা ঘোষণা করেছে, সে কথাও বলা হয় প্রধান উপদেষ্টার দপ্তরের বুধবারের বিবৃতিতে।
রোহিঙ্গাদের সহায়তা দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রই এককভাবে সর্বোচ্চ অবদান রাখছে। ২০১৭ সাল থেকে দেশটি প্রায় ২.৪ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে, পাশাপাশি জাতিসংঘের মাধ্যমে জরুরি খাদ্য ও পুষ্টি সহায়তা দিয়ে আসছে।
তাছাড়া বাংলাদেশের জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্বদানকারী নারী ছাত্রনেতাদের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর যে মর্যাদাপূর্ণ ‘ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সে কথাও বিবৃতিতে তুলে ধরা হয়।
শান্তি, ন্যায়বিচার, মানবাধিকার, লিঙ্গ সমতা এবং নারী ও মেয়েদের ক্ষমতায়নের পক্ষে অসাধারণ সাহস, শক্তি ও নেতৃত্ব প্রদর্শনকারী নারীদের ২০০৭ সাল থেকে এ পুরস্কার দিয়ে আসছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
পুরনো খবর-
মার্কিন পররাষ্ট্র দপ্তরের সম্মাননা: 'জুলাই কন্যাদের' অভিনন্দন ইউনূসের
বাংলাদেশের কাছে সামরিক সরঞ্জাম বিক্রির আলোচনায় যুক্তরাষ্ট্র