পল্লবীতে শাহিন হত্যা:  এবার তদন্তভার পেল সিআইডি

ডিবি ও পিবিআইয়ের তদন্তে বাদীর আপত্তির পর এ সিদ্ধান্ত দিলেন বিচারক।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2023, 01:18 PM
Updated : 13 Nov 2023, 01:18 PM

ঢাকার পল্লবীতে ব্যবসায়ী শাহিন উদ্দিনকে সন্তানের সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা মামলার তদন্তভার এবার দেওয়া হয়েছে সিআইডিকে।

এর আগে পিবিআই যে সম্পূরক অভিযোগপত্র দিয়েছিল, তাতে আপত্তি জানিয়ে সোমবার আদালতে নারাজি আবেদন জমা দেন শাহিনের মা, মামলার বাদী আকলিমা বেগম। 

ঢাকার মহানগর হাকিম তরিকুল ইসলাম সেই নারাজি আবেদন গ্রহণ করে সিআইডিকে মামলাটি তদন্তের আদেশ দেন।  আগামী ১৪ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ রেখেছেন তিনি।

এর ফলে তৃতীয়বারের মত মামলাটির তদন্ত হতে যাচ্ছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন আদালতের পেশকার জহির উদ্দিন।

২০২১ সালের ১৬ মে পল্লবী ১২ নম্বর সেকশনের ৩১ নম্বর সড়কে ৩৪ বছর বয়সী শাহিন উদ্দিনকে তার সন্তানের সামনে কুপিয়ে হত্যা করা হয়।

ওই ঘটনায় নিহতের মা আকলিমা বেগম পল্লবী থানায় ২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন, সেখানে প্রধান আসামি করা হয় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক এমপি ও ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়ালকে।

এজাহারে আকলিমা বেগম বলেন, পল্লবীর আলীনগর এলাকায় তাদের প্রায় ১০ একর জমি জবরদখলের পাঁয়তারা করছিল আসামিরা। এর জের ধরেই তারা তার ছেলেকে হত্যা করেছে।

ঘটনার দিন বিকালে দুই যুবক শাহিনকে জমির বিরোধ মেটানোর কথা বলে ফোন করে ডেকে নেয়। শাহিন মোটরসাইকেলে পল্লবীর ডি-ব্লকের ৩১ নম্বর সড়কের ৪০ নম্বর বাসার সামনে গেলে ১৪ থেকে ১৫ জন মিলে তাকে টেনেহিঁচড়ে ওই বাড়ির গ্যারেজে নিয়ে যায়।

এ সময় শাহিনের ৬ বছরের ছেলে মাশরাফি গেটের বাইরে ছিল। গ্যারেজে নিয়ে শাহিনকে এলোপাতাড়ি কোপাতে থাকে আসামিরা। এরপর তাকে ওই গ্যারেজ থেকে বের করে ৩৬ নম্বর বাড়ির সামনে আবার কুপিয়ে ফেলে রেখে চলে যায়। তাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তদন্ত শেষে ২০২২ সালের ফেব্রুয়ারিতে আউয়ালসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সৈয়দ ইফতেখার হোসেন।

কিন্তু মামলার বাদী আকলিমা বেগম ওই অভিযোগপত্র নিয়ে আপত্তি জানান। ওই বছর ১২ মে আদালত শাহিন উদ্দিনের মায়ের নারাজি আবেদন গ্রহণ করে পিবিআইকে মামলাটি পুনরায় তদন্ত করে প্রতিবেদন দিতে বলে।

এরপর গত ১৭ সেপ্টেম্বর নতুন তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মনির হোসেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন। সেখানে সাবেক এমপি আউয়ালসহ ১৬ জনকে আসামি করা হয়।

বাকি আসামিরা হলেন- তাহের, সুপন বেপারী, মুরাদ, টিটি শেখ ওরফে টিটু, গোলাম কিবরিয়া খান, ইব্রাহিম সুমন ওরফে বাওয়া সুমন, শফিকুল ইসলাম ওরফে শফিক, রকি তালুকদার ওরফে রকি, নুর মোহাম্মদ হাসান মোতাইত, ইকবাল হোসেন ওরফে ইতবাল নুর, শরিফ, তৌরিকুল ইসলাম ওরফে ইমন, তুহিন মিয়া, হারুন অর রশীদ ওরফে হারুন ও প্রতীক আহম্মেদ সজীব।

এ অভিযোগপত্র নিয়েও নারাজি দেবেন বলে গত ১২ অক্টোবর আদালতের কাছে সময় আবেদন করেন শাহিনের মা আকলিমা বেগম।  সোমবার তিনি আদালতে নারাজি আবেদন জমা দিলে তা গ্রহণ করে মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দিলেন বিচারক।