আন্দোলনকারীদের প্রায় সবার হাতেই লাঠি, স্টিলের পাইপ, স্ট্যাম্প দেখা যায়।
Published : 04 Aug 2024, 04:55 PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলনের প্রথম দিন রাজধানী উত্তরার আজমপুরে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মী ও পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এই সংঘর্ষ শুরু হয়।
পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে রোববার বেলা ১১ টার দিকে উত্তরা সাত নম্বর সেক্টরের উত্তরা হাই স্কুলের সামনে আন্দোলনকারীরা জড়ো হতে থাকেন।
পরে আন্দোলনকারীরা মিছিল নিয়ে উত্তরার বিএনএস সেন্টারের সামনের সড়কে এসে অবস্থান নিলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষকেও মিছিলে যোগ দিতে দেখা যায়।
ওই সময় ‘স্বৈরাচারের গদিতে, আগুন জ্বালো একসাথে’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা।
আন্দোলনকারীদের প্রায় সবার হাতেই লাঠি, স্টিলের পাইপ ও স্ট্যাম্প দেখা যায়। সড়কে টায়ার ও কাঠ জ্বালানো হলে সেই ধোঁয়াও দেখা যায় দূর থেকে।
এরপর আজমপুরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সেখানে পৌঁছে আন্দোলনকারীদের ধাওয়া দেয়।
আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদেরদের ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যেই পুলিশ পুলিশ হস্তক্ষেপ করলে ত্রিমুখী সংঘর্ষ সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। ওই টিয়ার শেলেও ধোয়া পুরো এলাকায় ছড়িয়ে পড়তে দেখা গেছে।