ডেঙ্গু রোগের জীবাণুবাহী এইডিস মশার উপদ্রব কমাতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মশক নিধন কার্যক্রমে সহায়তা করবে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও জাতীয় স্কাউট দল। তারা মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে কাজ করবে।
সোমবার ডিএনসিসির প্রধান কার্যালয় নগর ভবনে এ বিষয়ক প্রস্তুতিমূলক সভা শেষে এ কথা জানান মেয়র মো. আতিকুল ইসলাম।
তিনি জানান, বুধবার মিরপুর অঞ্চল থেকে এ কার্যক্রম শুরু করা হবে।
রাজধানী ঢাকায় গত দুই বছর থেকে ডেঙ্গুতে ভুগতে হচ্ছে। মশাবাহিত এ রোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বাড়ছে। ঢাকা ছাড়িয়ে গত বছর দেশজুড়ে ছড়িয়ে পড়ে ডেঙ্গু। চলতি বছরেও এ রোগে আক্রান্তের খবর আসতে শুরু করেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় এ রোগ নিয়ে হাসপাতালে এসেছেন ১৮ জন। তাদের মধ্যে ১৬ জনই ঢাকার হাসপাতালে এবং দুইজন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৯৩ জন, যাদের মধ্যে ৭৩ জনই ঢাকায়।
এ বছর জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৬১ জন। এদের মধ্যে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১২ জনের।
এমন প্রেক্ষাপটে বর্ষায় ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে এখন থেকে ব্যাপক প্রচারণা চালানোর কার্যক্রম শুরুর কথা জানাল ডিএনসিসি। মেয়র আতিক এ কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে এইডিস মশা নিধনে তাদের সচেতন করতে চান।
তিনি জানান, কাউন্সিলর ও কর্মকর্তাদের সঙ্গে বিএনসিসি ও স্কাউট সদস্যরা ঢাকার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দলে ভাগ হয়ে সচেতনতার কার্যক্রম চালাবে।
সচেতনতা বাড়িয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব হবে বলে মনে করেন মেয়র।
সভায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর সাদি, বাংলাদেশ স্কাউটের জাতীয় কমিশনার কাজী নাজমুল হক, ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহঃ আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম উপস্থিত ছিলেন।