ঢাকার মেরাদিয়ার নয়াপাড়ায় বাসা থেকে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার করে পুলিশ বলছে, তিনি বিষাদগ্রস্ত ছিলেন।
বৃহস্পতিবার সকালে মেহেদি ইসলাম মবিন নামের ২৮ বছরের ওই তরুণের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন খিলগাঁও থানার এসআই ইলিয়াস হোসেন।
নিহত মবিনের বাবার নাম মাহমুদুল ইসলাম, গ্রামের বাড়ি পাবনার সুজানগরে। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার ঘরের দরজা বন্ধ পেয়ে স্বজন ও প্রতিবেশীরা দরজা ভেঙে ভেতরে ঢুকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মেহেদিকে দেখে পুলিশকে খবর দেয়। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে যেকোনো সময়ে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।”
পুলিশ কর্মকর্তা ইলিয়াস বলেন, “প্রাথমিক তদন্তের পর ধারণা করা হচ্ছে, মা মাজেদা বেগমের মৃত্যুর পর থেকে মবিন অনেকদিন ধরে একাই বাসায় ছিলেন। এতে তিনি বিষাদগ্রস্ত হয়ে পড়েন। এছাড়াও অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হবে।”
ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।