রাজধানী ঢাকার অভিযোগই বেশি বলে জানিয়েছে এক পুলিশ কর্মকর্তা।
Published : 27 Jun 2023, 08:07 PM
কোরবানির পশুবাহী যান ও হাট ঘিরে পুলিশের হুঁশিয়ারি ও কড়া নজরদারির মধ্যেই জোরপূর্বক পশুর গাড়ি পছন্দের হাটে নিয়ে যাওয়া, অন্য হাটে যেতে বাধা দেওয়া এবং সড়কে ও নৌপথে চাঁদাবাজির ঘটনার অভিযোগ আসছে।
ঈদের আগে কোরবানির হাটে পশু আসা শুরুর পর থেকেই এমন অভিযোগ আসা শুরু করে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ; এর মধ্যে রাজধানী ঢাকা থেকে আসা অভিযোগই বেশি বলে জানাচ্ছেন কর্মকর্তারা।
এ পর্যন্ত গত ছয় দিনে ২৮২টি অভিযোগ এসেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ৯৯৯ এর পরিদর্শক (গণমাধ্যম) আনোয়ার সাত্তার। এগুলোর বড় অংশের সমাধান করা হয়েছে বলে জানান তিনি।
চাঁদাবাজি, পশুর গাড়ি আটকানো বা চলাচলে বাধার ঘটনা ছাড়াও জাল টাকা, অজ্ঞান পার্টির খপ্পরে পড়ার অভিযোগও এসেছে বলে জানান তিনি।
এ পুলিশ কর্মকর্তা জানান, ২০ থেকে ২৬ জুন পর্যন্ত ছয় দিনে পশুর গাড়ি জোরপূর্বক হাটে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে ১১১টি। পশুর হাটে চাঁদাবাজির ঘটনার অভিযোগ পাওয়া গেছে ৬৬টি। নৌপথে পশুবাহী যানে চাঁদাবাজির ঘটনা ঘটেছে আটটি এবং সড়ক পথে ২৬টি চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে।
পরিদর্শক সাত্তার বলেন, "অন্যান্য বছরের মতো এবারও নাগরিকরা যাতে নির্বিঘ্নে ঈদুল আযহা উদযাপন করতে পারে সে লক্ষ্যে জাতীয় জরুরি সেবা ৯৯৯ সর্বোচ্চ আন্তরিকতার সাথে এ সংক্রান্ত ফোন কলগুলোর সমস্যা সমাধানে সচেষ্ট রয়েছে।"
জোর করে হাটে থামানো যাবে না পশুবাহী যান: স্বরাষ্ট্রমন্ত্রী
কোরবানির পশুর হাটে বৃষ্টির বাগড়া
চাঁদাবাজি ঠেকাতে প্রয়োজনে পশুবাহী গাড়ি পুলিশ পৌঁছে দেবে
এর আগে গত ১৮ জুন কোরবানির ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় কোরবানির পশুবাহী কোনো যানবাহন যাতে জোর করে হাটে থামানো না হয় এবং ভিন্ন গন্তবে যেতে বাধ্য করা না হয় সেজন্য পুলিশকে সতর্ক থাকার নির্দেশনার কথা বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেছিলেন, কোনো পশুবাহী গাড়ি জোর করে থামানো হলে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি সুনির্দিষ্ট তথ্য ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কোরবানির পশুবাহী যানবাহন থামাতে পারবে না। কেউ এসব যানবাহন থামালে সংশ্লিষ্ট পুলিশ সুপারকে জানাতে হবে।