“তৃতীয় টার্মিনালের কার্যক্রম আরও গতিশীল করতে আধুনিক যন্ত্রপাতি সংযোজন করে সেবার মান উন্নয়নে বিমান বদ্ধপরিকর,” বলেন প্রধান নির্বাহী সাফিকুর।
Published : 05 Mar 2025, 08:36 PM
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের প্রস্তুতি হিসেবে ৫৪ কোটি টাকা ব্যয়ে ৩২টি যন্ত্রপাতি বহরে যুক্ত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বৃহস্পতিবার বিমানের গ্রাউন্ড সার্ভিস ইক্যুইপমেন্ট (জিএসই) হ্যাঙ্গারে যন্ত্রগুলোর কমিশনিং করা হয়।
এগুলোর মধ্যে রয়েছে দুটি এয়ারক্রাফট কন্টেইনার প্যালেট লোডার, ১২টি এয়ারক্রাফট কন্টেইনার প্যালেট ট্রান্সপোর্টার, নয়টি বেল্ট লোডার, ১১৫ টন ক্ষমতাসম্পন্ন দুটি এবং ৬৫ টন ক্ষমতাসম্পন্ন পাঁচটি এয়ারক্রাফট এয়ার কন্ডিশনিং ইউনিট এবং দুটি এয়ার স্টার্ট ইউনিট।
জিএসই সম্প্রসারণের ধারাবাহিকতায় সম্প্রতি চারটি ফর্কলিফট, পাঁচটি প্যাসেঞ্জার কোচ, টো-ট্রাক্টর ১৮টি, ছয়টি বেল্ট লোডার, দুটি পুশব্যাক টো-ট্র্যাক্টর, আটটি গ্রাউন্ড পাওয়ার ইউনিটও যুক্ত করা হয়েছে।
কমিশনিং অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাফিকুর রহমান বলেন, “তৃতীয় টার্মিনালের কার্যক্রম আরও গতিশীল করতে আধুনিক যন্ত্রপাতি সংযোজন এবং দক্ষ জনবল নিয়োগের মাধ্যমে বিমান তার সেবার মান আরও উন্নয়নে বদ্ধপরিকর।”
বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।