বাসটিতে কোনো যাত্রী ছিল না।
Published : 08 Nov 2024, 05:16 PM
ঢাকার কুড়িল বিশ্বরোড এলাকায় ফ্লাইওভারের নিচে থামিয়ে রাখা বিআরটিসির একটি দ্বিতল বাস আগুনে পুড়ে গেছে।
শুক্রবার বেলা পৌনে ২টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।
তিনি বলেন, “দুপুর ১টা ৪২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২টার দিকে আগুন নির্বাপন করতে সক্ষম হয়। তবে এর মধ্যেই বাসটির প্রায় পুরোটাই পুড়ে গেছে।
“প্রাথমিকভাবে জানা গেছে, বাসটির ব্যাটারির শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।”
তিনি বলেন, থামিয়ে রাখা বাসটিতে কোনো যাত্রী ছিল না।