জনপ্রশাসন সচিব কে এম আলী আজম গেছেন অবসরোত্তর ছুটিতে।
Published : 31 Oct 2022, 08:09 PM
অবসরোত্তর ছুটিতে গেলেন জ্যেষ্ঠ সচিব কে এম আলী আজম; জনপ্রশাসন মন্ত্রণালয়ে নতুন সচিব হলেন মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।
জ্যেষ্ঠ সচিব মেজবাহকে জনপ্রশাসনে বদলি করে সোমবার প্রজ্ঞাপন হয়েছে। তিনি এতদিন স্থানীয় সরকার বিভাগের সচিবের দায়িত্বে ছিলেন। আলাদা প্রজ্ঞাপনে বর্তমান সচিব কে এম আলী আজমকে অবসরোত্তর ছুটিতে পাঠানো হয়।
বিসিএস নবম ব্যাচের কর্মকর্তা মেজবাহ্ উদ্দিনকে চলতি বছরের মে মাসে নৌপরিবহন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্ব থেকে স্থানীয় সরকার বিভাগে বদলি করা হয়েছিল। গত ২৭ অক্টোবর ওই মন্ত্রণালয়ে থাকা অবস্থায় জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদা পান তিনি।
১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে যোগ দিয়ে মাঠ প্রশাসনের প্রায় সব স্তরে দায়িত্ব পালন করেছেন মেজবাহ উদ্দিন। বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসাবে তার কর্মজীবন শুরু। পরে বরিশাল বিভাগীয় কমিশনারের সহকারী, রাঙ্গামাটি, চট্টগ্রাম ও কুমিল্লা জেলার নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি), ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ইউএনও, নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক এবং রাজশাহীর জেলা প্রশাসক হিসাবে মাঠ প্রশাসনে দায়িত্ব পালন করেছিলেন তিনি।
আলী আজম আগামী ৩ নভেম্বর থেকে এক বছরের জন্য অবসরোত্তর ছুটিতে যাবেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধা পাবেন।
তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে আসার আগে শিল্প মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছিলেন।