গত ৫ নভেম্বর রাতে উত্তরা থেকে শমী কায়সারকে গ্রেপ্তার করে পুলিশ।
Published : 12 Mar 2025, 10:06 PM
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে উত্তরা পূর্ব থানার একটি হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে জামিন দিয়েছে হাই কোর্ট।
জামিন প্রশ্নে এর আগে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বুধবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর বেঞ্চ এ রায় দেয়।
শমী কায়সারের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট হামিদুল মিসবাহ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জিসান হায়দার ও সহকারী অ্যাটর্নি জেনারেল এ বি এম ইব্রাহিম খলিল।
গত বছরের ১২ ডিসেম্বর শমী কায়সারকে ৩ মাসের জামিন দিয়ে হাই কোর্ট রুল জারি করে। পরে রাষ্ট্রপক্ষের আবেদনে হাই কোর্টের দেওয়া জামিন স্থগিত করে রুল নিষ্পত্তির নির্দেশ দেয় আপিল বিভাগ।
এর আগে গত ৫ নভেম্বর রাতে উত্তরা থেকে শমী কায়সারকে গ্রেপ্তার করে পুলিশ। ৩ দিনের রিমান্ড শেষে গত ৯ নভেম্বর তাকে কারাগারে পাঠায় ঢাকার আদালত।
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীকে ‘হত্যাচেষ্টার’ অভিযোগে একই বছরের ২৯ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় মামলা হয়। এতে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জনকে আসামি করা হয়।
এ মামলায় গানভিত্তিক টেলিভিশন স্টেশন ‘গান বাংলার' ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস ৯ নম্বর ও শমী কায়সার ২৪ নম্বর আসামি।
হত্যাচেষ্টা মামলায় শমী কায়সারের ৩ মাসের জামিন
হত্যাচেষ্টা মামলায় শমী কায়সারের জামিন স্থগিত