৪ হাজারের বেশি ডলার ও মোবাইল ফোনসহ ব্যাগটি ফিরিয়ে দেওয়া হয়েছে, বলছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
Published : 09 Feb 2025, 12:35 AM
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডলার ও মোবাইল ফোনসহ হারানো একটি ব্যাগ যাত্রীকে ফিরিয়ে দিয়েছে এভিয়েশন সিকিউরিটি (এভসেক)।
শনিবার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৩৫ ফ্লাইটের ওই যাত্রীকে ব্যাগ বুঝিয়ে দেওয়া হয় বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ শাখার সহকারী পরিচালক মুহাম্মদ কাউছার মাহমুদ বলেন, সাঈদ আকসানুল আলম নামে এক যাত্রী বিমানবন্দরের আসেন। তিনি হেভি লাগেজ গেইট-৬-এ ৪ হাজারের বেশি ডলার ও মেবাইলসহ একটি ব্যাগ ফেলে যান। পরে সেখানে দায়িত্বরত সুপারভাইজার বিমানবাহিনীর কর্পোরাল আহসান ব্যাগটি পেয়ে পেট্রোল টিমকে জানান।
“এরপর ফ্লাইট ইনফরমেশন ডিসপ্লে সিস্টেমে (এফআইডিএস) ঘোষণা করে ব্যাগটি সেই গেইট এলাকায় রাখা হয়। পরে সেই যাত্রী এসে প্রমাণ দিয়ে ব্যাগ বুঝে নেন।”
পুরনো খবর-