এ ঘটনায় অভিযুক্ত রায়হান নামের এক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডও দেওয়া হয়েছে।
Published : 08 Feb 2025, 03:34 PM
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ‘চুরি’ যাওয়া লাগেজ উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে এভিয়েশন সিকিউরিটি (এভসেক)।
এ ঘটনায় অভিযুক্ত রায়হান নামের এক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডও দেওয়া হয়েছে।
ভুক্তভোগী ব্যক্তি চিকিৎসক দেওয়ান চৌধুরী, তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজের সার্জন।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ শাখার সহকারী পরিচালক মুহাম্মদ কাউছার মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এভসেকের বরাত দিয়ে তিনি বলেছেন শুক্রবার সকাল ৯টায় চিকিৎসক দেওয়ান চৌধুরীসহ ১৬ জন মেডিকেল কর্মকর্তা ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (বিএস-৫৩২) সিলেট থেকে ঢাকায় আসেন।
বিমানবন্দরে নেমে তিনি সেখানকার ওয়াশরুমের বাইরে একটি লাগেজ রেখে ভেতরে যান। ফিরে এসে দেখেন তার লাগেজ নেই।
এরপর তিনি এভসেকের অফিসে অভিযোগ করেন। এভসেক সদস্যরা ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও পর্যবেক্ষণ করে দেখেন, সেখানে থাকা লাগেজটি এয়ারপোর্ট রেন্ট এ কার সার্ভিসের কাউন্টারম্যান রায়হান বাইরে নিয়ে যাচ্ছেন।
পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে রায়হানের বলেছেন, তিনি তার গাড়ি ভাড়া করা একজন নারীর যাত্রীর লাগেজ মনে করে তা নিয়ে যান।
মাহমুদ বলেন, “পরে এভসেকের সদস্যরা খোঁজ নিয়ে জানতে পারেন, লাগেজসহ একজন নারী যাত্রী গাজীপুরে চলে গিয়েছিন। তার সঙ্গে কথা বলে এভসেকের সদস্যরা নিশ্চিত হন যে লাগেজটি উনার নয়। পরে লাগেজ ফেরত আনা হয়। ”
এরপর রায়হানকে বিমানবন্দর হাকিম আদালতে নিয়ে আসা হয়।
মাহমুদ বলেন, “হাকিম ফারুক সুফিয়ান জিজ্ঞাসাবাদ শেষে দণ্ডবিধি ১৮৬০ এর ৩৫৬ ধারা অনুযায়ী তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।”
এরপর রায়হানকে বিমানবন্দর থানার হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বেবিচকের জনসংযোগ শাখার এই কর্মকর্তা।