গত ২ নভেম্বের রাজধানীতে পল্টনের পশ্চিম দিকে ফকিরাপুল বাজার মোড়ে সড়কে বিচারপতি মানিকের উপর হমলার ঘটনা ঘটে।
Published : 07 Nov 2022, 01:52 PM
সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা ‘বিএনপির সমাবেশ থেকেই হয়েছিল’ বলে ধারণা করছে পুলিশ।
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, “প্রাথমিক ধারণা হল, যেহেতু সেখানে বিএনপির সমাবেশ হচ্ছিল, সেই সমাবেশ থেকে এই হামলা হয়।"
'ইমো' অ্যাপের মাধ্যমে প্রতারণার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তারের বিষয়ে জানাতে এই সংবাদ সম্মলনে এসেছিলেন পুলিশ কর্মকর্তা হারুন। সেখানে সাংবাদিকদের প্রশ্নে সাবেক বিচারপতি মনিকের ওপর হামলার প্রসঙ্গ উঠে আসে।
হারুন অর রশীদ বলেন, “প্রাথমিকভাবে জেনেছি, বিচারপতি মানিকের গাড়ি যাওয়ার সময় রাস্তা ফাঁকাই ছিল। আর সেখানে বিএনপির সমাবেশ হচ্ছিল। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ ব্যাপারে আর কোনো তথ্য পাওয়া গেলে পরে জানান হবে।"
গত ২ নভেম্বের রাজধানীতে পল্টনের পশ্চিম দিকে ফকিরাপুল বাজার মোড়ে সড়কে বিচারপতি মানিকের উপর হমলার ঘটনা ঘটে। তার অভিযোগ, ওই সময়ে বিএনপির একটি মিছিল থেকে তার ওপর হামলা করা হয়।
ওই ঘটনায় তার গানম্যান কনস্টেবল রফিকুল ইসলাম বাদী হয়ে বিএনপির ৪০-৫০ জন অজ্ঞাতনামা নেতাকর্মীকে আসামি করে পল্টন মামলা করেন। এরপর বিএনপি ডজনখানেক নেতাকর্মীকে গ্রেপ্তারও করা হয়।
পুলিশ কর্মকর্তা হারুন বলেন, “যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে তথ্য জানার চেষ্টা করা হচ্ছে।“
ঘটনাস্থলের ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও সংগ্রহ করে পুলিশ তদন্ত করছে বলেও জানান তিনি।
নয়া পল্টনের কাছে বিচারপতি মানিকের গাড়িতে হামলা
বিচারপতি মানিকের উপর হামলা: গ্রেপ্তার ১১ বিএনপিকর্মী রিমান্ডে