“জামিনে যেসব ‘জঙ্গি’ বের হয়েছে তাদেরকে নজরদারি করা হচ্ছে”, বলেন তিনি।
Published : 07 Oct 2024, 06:42 PM
পুলিশের বিশেষায়িত ইউনিট র্যাব কোনো ধরনের বিচারবহির্ভূত হত্যা বা গুমে জড়াবে না বলে অঙ্গীকার করেছেন বাহিনীটির মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। কোনো সদস্য এসব ঘটনায় জড়ালে তাও বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সোমবার ঢাকার অপরাধ বিষয়ক সাংবাদিকদের সংগঠন ক্র্যাবের কার্যনির্বাহী কমিটির সদস্যরা কুর্মিটোলায় র্যাব সদরদপ্তরে সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এসব কথা বলেন।
র্যাব প্রধানের ভাষ্য সাংবাদিকদের কাছে তুলে ধরেন ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান খান।
তিনি বলেন, “সাক্ষাতের সময় র্যাবের মহাপরিচালক বলেছেন, কাউকে এক স্থান থেকে ধরে অন্য স্থানে ধরে নিয়ে আটকে রাখবে না তার বাহিনী। বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ডে তারা জড়াবে না।
“গুম-খুন ফৌজদারি অপরাধ। এসবে জড়ানোর কোন সুযোগ নেই, আইনের মধ্য থেকে কাজ করবে র্যাব।”
সরকার পতন আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে জাতিসংঘের ‘ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি’র সঙ্গেও যোগাযোগ হওয়ার কথাও সাংবাদিকদের জানান র্যাব প্রধান।
তিনি বলেছেন, “তাদেরকে যাবতীয় তথ্য দেওয়া হয়েছে। চাহিদা মতে আরও দেওয়া হবে।”
সাক্ষাতের সময় জঙ্গিদের জামিনে বের হয়ে যাওয়া, দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা শঙ্কা নিয়েও কথা হয়।
র্যাব মহাপরিচালক বলেন, “জামিনে যেসব ‘জঙ্গি’ বের হয়েছে তাদেরকে নজরদারি করা হচ্ছে। শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য ইউনিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছে র্যাব ।”
কেউ গুজব ছড়িয়ে নাশকতার অপচেষ্টা করলে তা প্রতিরোধ করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
সাক্ষাতে ক্র্যাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।