মস্কোতে পরবর্তী ফরেন অফিস কনসালটেশন (এফওসি) আয়োজনের বিষয়ে আলোচনা হয়েছে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রায়াবকভ ও পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের বৈঠকে।
Published : 25 Oct 2024, 09:26 PM
বাংলাদেশের সঙ্গে ‘পরিপক্ক’ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কথা বলেছেন রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রায়াবকভ।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের দ্বিপক্ষীয় বৈঠকে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ওই মন্তব্য করেন।
শুক্রবার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, রাশিয়ার কাজানে ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে তাদের ওই বৈঠক হয়। সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব।
বিবৃতিতে বলা হয়, ‘পরিপক্ক’ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী রায়াবকভ।
“পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। দুদেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা গুরুত্ব দেওয়া হয়েছে।”
মস্কোতে পরবর্তী ফরেন অফিস কনসালটেশন (এফওসি) আয়োজনের বিষয়েও আলোচনা হওয়ার কথা বলা হয়েছে বিবৃতিতে।
সেখানে বলা হয়, “বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে ঐতিহাসিক বন্ধনের কথা বৈঠকে তুলে ধরেন পররাষ্ট্র সচিব। দুদেশের মধ্যে জ্বালানি ও খাদ্য নিরাপত্তার খাতে সহযোগিতার গুরুত্বের কথা তিনি বলেন।”
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, “ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানানোয় রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দেন পররাষ্ট্র সচিব; ব্রিকস প্রক্রিয়ায় অবদান রাখার আগ্রহের কথাও তিনি বলেন।
“ব্রিকস প্রক্রিয়ায় সম্পৃক্ত থাকার প্রতিশ্রুতি দেওয়ায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দেন উপ-পররাষ্ট্রমন্ত্রী। তিনি আশ্বাস দেন, ভবিষ্যতে সংস্থার পরিসর বাড়ানোর ক্ষেত্রে বাংলাদেশ যেন আরও ভূমিকা রাখতে পারে, সেক্ষেত্রে সমর্থন দেবে রাশিয়া।”
ব্রিকসের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (এনডিবি) পূর্ণাঙ্গ সদস্য হিসাবে বাংলাদেশের ভূমিকার কথা তুলে ধরেন উপ-পররাষ্ট্রমন্ত্রী রায়াবকভ। বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখারও প্রতিশ্রুতি দেন তিনি।
মস্কোতে বাংলাদেশ দূতাবাসের শার্জ দা অ্যাফেয়ার্স ফয়সাল আহমেদ এবং উভয় দেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।