এই শিক্ষার্থীরা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ফের নিবন্ধন করতে পারবে।
Published : 16 Apr 2025, 07:17 PM
গতবছর ষষ্ঠ, অষ্টম ও নবম শ্রেণির নিবন্ধন থেকে যেসব শিক্ষার্থী বাদ পড়েছিল, তাদের ফের সুযোগ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
এই শিক্ষার্থীরা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ফের নিবন্ধন করতে পারবে।
বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক কাজী ফয়জুর রহমান বুধবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতবছরের তিন শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের প্যানেল মঙ্গলবার থেকে খোলা আছে।
“গতবছর ষষ্ঠ, অষ্টম ও নবম শ্রেণিতে পড়ত কিন্তু রেজিস্ট্রেশন থেকে বাদ পড়েছিল তারা ৩০ এপ্রিলের মধ্যে রেজিস্ট্রেশন করতে পারবেন।”
এজন্য বাদপড়া শিক্ষার্থীদেরকে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগের পরমর্শ দিয়েছেন তিনি।
এক প্রশ্নে ফয়জুর বলেন, “নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ সুযোগ দেওয়া হয়েছে।”
ঢাকা বোর্ড থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “বোর্ডের আওতাধীন অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত মাধ্যমিক স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে ২০২৪ শিক্ষাবর্ষে ষষ্ঠ, অষ্টম ও নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রমের সময়সীমা আগামী ১৫ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করা হলো।”
এ তারিখের পর কোনো অবস্থাতেই বাদপড়া শিক্ষার্থীদের নিবন্ধন করার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছে ঢাকা বোর্ড।
নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধন না হলে এর দায়-দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে বলেও হুঁশিয়ার করা হয়েছে।
অন্য বোর্ড থেকে আসা টিসির মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিবন্ধনের কাজও এ সময়ের মধ্যে শেষ করতে বলা হয়েছে বোর্ডের পক্ষ থেকে।