শিশুরা পার্ক ঘুরে দেখতে পারবে, কিছু রাইডে বিনামূল্যে চড়ারও সুযোগ পাবে।
Published : 15 Dec 2024, 05:11 PM
বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার সব শিশু পার্কে শিশুদের বিনা টিকিটে প্রবেশের সুযোগ দিতে বলেছে নগর কর্তৃপক্ষ
সোমবার বিজয় দিবসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিনা টিকেটে পার্কে প্রবেশ করতে পারবে শিশুরা। তারা পার্ক ঘুরে দেখতে পারবে, কিছু রাইডে বিনামূল্যে চড়ারও সুযোগ পাবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশন রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ১২ ডিসেম্বর এ বিষয়ে সিটি করপোরেশন এলাকার ছয়টি বেসরকারি পার্ককে চিঠি দিয়েছে তারা।
এই ছয়টি বেসরকারি পার্ক ও বিনোদনকেন্দ্র হল– শ্যামলীর ওয়ান্ডারল্যান্ড, যমুনা ফিউচার পার্ক, গোবিন্দপুর উত্তরখানের গ্রিন ভিউ রিসোর্ট, উত্তরখান মৈয়নারটেকের দি হোমস গার্ডেন, দিয়াবাড়ির সোনারগাঁও জনপথের ফ্যান্টাসি আইল্যান্ড এবং মিরপুরের তামান্না শিশু পার্ক।
চিঠিতে বলা হয়েছে, বিজয় দিবস উপলক্ষে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে ১৬ ডিসেম্বর সব শিশু পার্ক সকাল-সন্ধ্যা উন্মুক্ত রেখে বিনা টিকেটে প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।