আনসার সদস্য মো. সোহাগ মিয়াকে সাভার থেকে এবং মিজানুর রহমানকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।
Published : 03 Sep 2024, 10:11 PM
আনসার বাহিনীর সাম্প্রতিক আন্দোলনে ‘ইন্ধন’ দেওয়ার অভিযোগে দুই আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মো. সোহাগ মিয়া ও মো. মিজানুর রহমান তুহিন আন্দোলনে সমন্বয়কের ভূমিকায় ছিলেন বলে মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ঢাকা জেলা পুলিশ বলেছে, আনসার সদস্য মো. সোহাগ মিয়াকে সাভার থেকে এবং মিজানুর রহমানকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।
সোহাগের গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার পারমাস্তল গ্রামে। আর মিজানুর রহমানের বাড়ী কক্সবাজারে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের কাছ থেকে দাবি আদায়ে পেশাজীবীদের বিভিন্ন পক্ষের আন্দোলনের মধ্যে চাকরি জাতীয়করণ করার দাবি নিয়ে মাঠে নেমেছিলেন আনসার সদস্যরা।
দাবি আদায়ে তারা ২৫ অগাস্ট দিনভর সচিবালয় ঘেরাও করে রাখেন। রাতে সেখানে ছাত্রদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরে শিক্ষার্থী ও পুলিশ মিলে আনসারদের ছত্রভঙ্গ করে দেয়।
ওই ঘটনায় ঢাকার চারটি থানায় মামলা করেছে পুলিশ, যেখানে ৪২০ জনের নামসহ অজ্ঞাত কয়েক হাজার জনকে আসামি করা হয়েছে।