কাতার সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

এই সফরে কাতারের আমিরের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন বাংলাদেশের সরকারপ্রধান।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2023, 03:00 AM
Updated : 25 May 2023, 03:00 AM

তৃতীয় কাতার অর্থনৈতিক ফোরাম উপলক্ষে কাতার সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার ভোর ৬টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকসহ বেসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে সরকারপ্রধানকে স্বগত জানান।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির আমন্ত্রণে গত ২২ মে দোহায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই সফরে তিনি কাতারের আমিরের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল সানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

কাতারের জ্বালানি বিষয়ক প্রতি মন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি এবং সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রী খালিদ এ আল ফালিহ ও সৌদি অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রী ফয়সাল আলিব্রাহিম প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন।

এছাড়া রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামের সঙ্গে সাক্ষাত হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীর।

কাতার অর্থনৈতিক ফোরামে অংশগ্রহণের পাশাপাশি কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দেন শেখ হাসিনা।

দোহায় কাতার ফাউন্ডেশনের অধীনে পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিশেষায়িত স্কুল আওসাজ একাডেমিও পরিদর্শন করেন তিনি।