অবৈধ সব দোকান না ভাঙা পর্যন্ত উচ্ছেদ অভিযান চলমান থাকবে।
Published : 06 Nov 2022, 11:00 PM
ঢাকার নীলক্ষেতের তুলা মার্কেটের অবৈধ ১৮৮ দোকান উচ্ছেদে অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
রোববার করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামানের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়।
নীলক্ষেত লেপ তোষক মার্কেট হিসেবে পরিচিত তুলা মার্কেটের প্রথম তলার শুধু ৩৫টি দোকান বৈধ। তিন তলা মার্কেটটির দ্বিতীয় ও তৃতীয় তলায় ৭৫টি করে মোট ১৫০টি দোকান অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল।
এছাড়া প্রথম তলার বৈধ ৩৫টি দোকানের সঙ্গে অবৈধভাবে ৩৮টি দোকান সম্প্রসারণ ও নির্মাণ করা হয়। এসব অবৈধ দোকান ও দোকানের বর্ধিতাংশ উচ্ছেদে অভিযান শুরু করেছে নগর সংস্থা।
সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান বলেন, “নীলক্ষেত তুলা মার্কেটের বৈধ ৩৫টি দোকানের উপর ভিত্তি করে একটি অসাধু চক্র নিয়ম বহির্ভূতভাবে ১৮৮টি অবৈধ দোকান নির্মাণ ও সম্প্রসারণ করেছে। অভিযানে প্রথম তলার বৈধ ৩৫টি দোকান বাদে বাকি সব অবৈধ দোকান ভেঙে ফেলা হবে। সকল অবৈধ দোকান না ভাঙা পর্যন্ত উচ্ছেদ অভিযান চলমান থাকবে।”
সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন পুরো উচ্ছেদ কার্যক্রম তদারকি করেন।