আগামী ১২ জানুয়ারি তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে হাজির করতে বলা হয়েছে।
Published : 01 Jan 2025, 03:29 PM
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার উপর গুলি চালানোর মামলায় গ্রেপ্তার পুলিশ কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসিকিউশনের এ সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে বুধবার ট্রাইব্যুনাল এ আদেশ দিয়েছে।
প্রসিকিউশনের পক্ষে বি এম সুলতান মাহমুদ শুনানি করেছেন। সুজন হোসেনের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শাহবাগ থানার মামলায় গ্রেপ্তার পুলিশ কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেনকে প্রোডাকশন ওয়ারেন্টমূলে আইসিটি মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আজ আমরা আবেদন করেছিলাম।
“শুনানি নিয়ে আগামী ১২ জানুয়ারি তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন।”
একই সঙ্গে আগামী ২৩ ফেব্রুয়ারি এই মামলার তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য করার তথ্য দিয়েছেন প্রসিকিউশনের এই আইনজীবী।
মামলার বরাতে সুলতান মাহমুদ বলেন, “গত বছরের ৫ অগাস্ট বেলা ১১টায় রাজধানীর চানখারপুলে বোরহানউদ্দিন কলেজের পাশে কনস্টেবল সুজন হোসেনকে কখনও দাঁড়িয়ে বা কখনও শুয়ে ছাত্র-জনতার ওপর গুলি করতে দেখা গেছে, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।”