বেনজীরের বিরুদ্ধে প্রায় ১৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
Published : 17 Apr 2025, 06:59 PM
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য বেনজীর আহমেদ ও তার স্ত্রী সাহিনা আহমেদের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন মামলা দায়েরের এ তথ্য সাংবাদিকদের জানান।
মামলায় বাদী হয়েছেন দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকার। বেনজীর আহমেদকে দুটি মামলাতেই আসামি করা হয়েছে। একটিতে আসামি করা হয়েছে তার স্ত্রীকে।
আক্তার হোসেন বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে করা মামলায় ১৭ কোটি ৯৯ লাখ ৫২ হাজার ৯৬১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার ১১টি ব্যাংক হিসাবে ৮৪ কোটি ৪২ লাখ ১০ হাজার ২৬৬ টাকা লেনদেনের তথ্যও পাওয়া গেছে।
আরেক মামলায় সাহিনা আহমেদের বিরুদ্ধে ৯৭ লাখ ৪৭ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
দুদক মহাপরিচালক বলেন, “সাহিনা আহমেদ তার স্বামীর সহায়তায় এবং অসৎ উদ্দেশ্যে যোগসাজশের মাধ্যমে এ সম্পদ অর্জন করেছেন।”
ক্ষমতার পালাবদলের পর থেকে বেনজীর আত্মগোপনে রয়েছেন।
এর আগে ২০২৩ সালের অগাস্টে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রায় ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেনজীর আহমেদসহ পাঁচজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।
এছাড়া গত ১১ মার্চ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ঘটনায় এক হাজার ১২৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৩২ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। সেই মামলাতেও আসামির তালিকায় নাম রয়েছে বেনজীরের।