“এই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে,” বলেন তিনি।
Published : 07 Oct 2024, 06:03 PM
অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টার সমালোচনা করে ফেইসবুকে পোস্ট দিয়ে আলোচিত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মিকে ওএসডির পর এবার সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মানসুর হোসেন এক বার্তায় এ তথ্য জানান।
“এই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে,” বলেন তিনি।
এর আগে তাপসী তাবাসসুম উর্মির পোস্ট ছড়িয়ে পড়লে পরদিন রোববার তাকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে (সহকারী সচিব) বদলি করা হয়।
লালমনিরহাটের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট শনিবার তার ফেইসবুকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের এক বক্তব্যের উদাহরণ তুলে ধরে বলেন, “কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।”
এ কর্মকর্তাকে স্থায়ীভাবে বরখাস্ত করতে সোমবার রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আল্টিমেটাম দেয়। ৪৮ ঘণ্টার মধ্যে তা করা না হলে ‘উত্তরবঙ্গ ব্লকেড’ এবং ‘লংমার্চ টু রংপুর বিভাগীয় কমিশনার’ কর্মসূচি দেওয়া হয়।
সেই সময় পেরোনোর আগেই তাপসী তাবাসসুম উর্মিকে বরখাস্তের আদেশ এলো।
ফেইসবুকে অন্তর্বর্তী সরকারের 'সমালোচনা': এক সহকারী কমিশনার প্রত্যাহার