এসব সনদ দেওয়ার ক্ষমতা আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের দেওয়া হয়েছে।
Published : 01 Oct 2024, 06:55 PM
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দাদের সব ধরনের নাগরিক সনদ এখন থেকে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের কার্যালয় থেকে দেওয়া হবে।
এর আগে নাগরিক সনদ, ওয়ারিশান সনদ, চারিত্রিক সনদ, অবিবাহিত সনদ, প্রত্যয়নপত্র, পারিবারিক সনদসহ কয়েক ধরনের সনদ দেওয়া হত ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় থেকে।
সোমবার অফিস আদেশে দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, ওয়ার্ড কাউন্সিলরদের এসব সেবা দেওয়ার ক্ষমতা আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের দেওয়া হয়েছে।
গণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ও অন্তর্বর্তী সরকার গঠনের পর গত ২৬ সেপ্টেম্বর ডিএনসিসির কাউন্সিলরদের তাদের পদ হতে অপসারণ করে স্থানীয় সরকার বিভাগ। এ কারণে সব ধরনের সনদের ক্ষেত্রে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে অফিস আদেশে।
ঢাকা উত্তর সিটিতে ৫৪টি ওয়ার্ড ও ১০টি আঞ্চলিক কার্যালয় রয়েছে। ঢাকা দক্ষিণ সিটিতে রয়েছে ৭৫টি ওয়ার্ড ও ১০টি আঞ্চলিক কার্যালয়।
তীব্র গণআন্দোলনে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে পালিয়ে ভারত চলে যান। এরপর দেশের বিভিন্ন পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিলরদের অনেকে আত্মগোপনে যান। এতে নাগরিকদের নানা ধরনের সেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছিল।
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ১২টি সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করা হয়। ২৬ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের এক আদেশে দেশের সব সিটি করপোরেশন, পৌরসভার কাউন্সিলরদেরও তাদের পদ থেকে অপসারণ করা হয়।