দুদেশের দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আন্তরিকভাবে কাজ করার বিষয়ে নিজের আগ্রহ প্রকাশ করেছেন রাষ্ট্রদূত কাইংলেত।
Published : 02 Mar 2025, 07:54 PM
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সহযোগিতা জোট আসিয়ানের ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ হতে ফিলিপিন্সের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
ঢাকায় দেশটির নয়া রাষ্ট্রদূত নিনা পাদিলা কাইংলেত রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই সহযোগিতা চান তিনি।
তাদের আলোচনার বিষয় জানিয়ে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের ক্ষেত্রে ফিলিপিন্সের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা।”
আসিয়ান জোটের সম্পৃক্ত হতে ঢাকার আগ্রহ নিয়ে আলোচনার পাশাপাশি বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ, সরাসরি বিমান যোগাযোগ, নবায়নযোগ্য জ্বালানি, শিক্ষা, নার্সিং শিক্ষা, কৃষি এবং সইয়ের অপেক্ষায় থাকা দ্বিপক্ষীয় চুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথা বলা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
রাষ্ট্রদূত কাইংলেত বলেন, দ্বিপক্ষীয় বিষয় এবং সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনার জন্য শিগগির দুদেশের মধ্যে ফরেন অফিস কনসালটেশন্স (এফওসি) আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ফিলিপিন্স।
দুদেশের দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আন্তরিকভাবে কাজ করার বিষয়ে নিজের আগ্রহ প্রকাশ করেছেন রাষ্ট্রদূত কাইংলেত।
ডায়ালগ পার্টনার, সেক্টরাল ডায়ালগ পার্টনার, ডেভেলপমেন্ট পার্টনারসহ বিভিন্ন অভিধা দিয়ে সদস্য দেশগুলোর বাইরে অন্যদেরকে সম্পৃক্ত করে আসিয়ান। এই অংশীদারদেরকে বিভিন্ন সভায় আমন্ত্রণের পাশাপাশি নানা কাজে সম্পৃক্ত করা হয়।
বর্তমানে ব্রাজিল, মরক্কো, নরওয়ে, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, সুইজারল্যান্ড, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত রয়েছে সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে।