এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৩ জনের মৃত্যু হল।
Published : 17 Feb 2025, 06:52 PM
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত একদিনে আরো এক জনের মৃত্যু হয়েছে; মশাবাহিত এ রোগ নিয়ে এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১৯ জন।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৩ জনের মৃত্যু হল। আর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বেড়ে হল ১৪২৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সবশেষ মারা যাওয়া ব্যক্তি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সোমবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় তিন জন, ঢাকা বিভাগে তিন জন, চট্টগ্রাম বিভাগে সাত জন, রাজশাহী বিভাগে এক জন এবং বরিশাল বিভাগে পাঁচ জন ভর্তি হয়েছেন।
গত একদিনে ময়মনসিংহ, খুলনা, রংপুর এবং সিলেট বিভাগে কোনো ডেঙ্গু রোগী হাসপাতালে যাননি।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৯০ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ৩৪ জন; ৫৬ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।
বাংলাদেশে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক লাখ এক হাজার ২১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়। তাদের মধ্যে মৃত্যু হয় ৫৭৫ জনের।
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। আর মৃতের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
২০২২ সালে সারাদেশে এক লাখ এক হাজার ৩৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়, যা বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ।