Published : 06 May 2025, 03:23 PM
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায় পর্যালোচনার জন্য জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের রিভিউ আবেদনের ওপর ফের শুনানি শুরু হয়েছে।
মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত বিচারকের পূর্ণাঙ্গ বেঞ্চে আপিল শুনানি শুরু হয়।
এদিন প্রায় পৌনে তিন ঘণ্টা শুনানি শেষে বৃহস্পতিবার শুনানির পরবর্তী দিন ঠিক করে দিয়েছে সর্বোচ্চ আদালত।
আজহারের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
শুনানিতে শিশির মনির বলেন, “যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে বাংলাদেশের কোন থানায় একটা সাধারণ ডায়েরিও ছির না। চাক্ষুস যেসব সাক্ষীর ভিত্তিতে এ টি এম আজহারকে সাজা দেওয়া হয়েছে সেগুলো বিশ্বাসযোগ্য ছিলো না। এসব সাক্ষীর অনেকেই ৩ থেকে ৪ কিলোমিটার দূর থেকে দেখেছেন। যা বৈজ্ঞানিকভাবে একজন মানুষের পক্ষে সম্ভব নয়। এসব সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে ফাঁসি দেওয়াটা আইনত ঠিক হয়নি।“
এর আগে আজহারের মুক্তির দাবিতে গত ফেব্রুয়ারিতে সারাদেশে সমাবেশ, বিক্ষোভ কর্মসূচিও পালন করেছে তার দল।
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুলকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দেয়।
এ রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ জানুয়ারি আপিল করেন আজহার। এই আপিলের ওপর শুনানি শেষে আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রেখে ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগ রায় দেয়।
২০২০ সালের ১৫ মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।
পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তা পুনর্বিবেচনা চেয়ে ২০২০ সালের ১৯ জুলাই আপিল বিভাগে আবেদন করেন তিনি, যার ওপর এখন শুনানি শুরু হয়েছে।