“এখন যেমন বৃষ্টি হচ্ছে সামনের কয়েকদিন এমন বৃষ্টিই হতে পারে। তবে আগামী ৩১ জুলাই থেকে দেশে বৃষ্টি বাড়তে পারে,” বলছেন আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা।
Published : 24 Jul 2024, 10:27 PM
দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে হালকা থেকে ভারি বৃষ্টিপাতের মধ্যেই আগামী সপ্তাহের শেষ দিক থেকে বৃষ্টি বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বুধবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন যেমন বৃষ্টি হচ্ছে সামনের কয়েকদিন এমন বৃষ্টিই হতে পারে। তবে আগামী ৩১ জুলাই থেকে দেশে বৃষ্টি বাড়তে পারে।”
আবহাওয়া অধিদপ্তরের সন্ধ্যার বুলেটিনে বলা হয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে বলে আভাস এসেছে বুলেটিনে।
এতে বলা হয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭১ মিলিমিটার বৃষ্টি ঝরেছে কক্সবাজারের কুতুবদিয়ায়। এছাড়া পটুয়াখালীর খেপুপাড়ায় ৭০, কক্সবাজারে ৫৮, ঢাকায় ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
সাধারণত ২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টি হলে তাকে হালকা, ১১ থেকে ২২ মিলিমিটার বৃষ্টি হলে তাকে মাঝারি, ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টি হলে তাকে মাঝারি ধরনের ভারি, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তাকে ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে তাকে বলা হয়ে থাকে অতিভারি বৃষ্টিপাত।
পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়ার আভাস মিলেছে আবহাওয়ার পূর্বাভাসে।