মোখলেস উর রহমান বলেন, “আট জেলায় মঙ্গলবার যাদের নিয়োগ দেওয়া হয়েছে, তাদের উইথড্র করা হয়েছে।“
Published : 11 Sep 2024, 03:41 PM
নতুন করে দায়িত্ব পাওয়া ৫৯ জন জেলা প্রশাসকের মধ্যে আটজনকে একদিনের মাথায় প্রত্যাহার করে নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেই সঙ্গে চার জনের কর্মস্থল বদলে দেওয়া হয়েছে।
মাঠ প্রশাসনে রদবদলে বঞ্চিত কর্মকর্তাদের ক্ষোভের মধ্যে নতুন এ সিদ্ধান্ত জানাল অন্তর্বর্তী সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বুধবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে বলেন, “আট জেলায় মঙ্গলবার যাদের নিয়োগ দেওয়া হয়েছে, তাদের উইথড্র করা হয়েছে।
“মঙ্গলবার ৩৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছিল। এরমধ্যে আট জেলায় যাদের নিয়োগ দেওয়া হয়েছিল তারা আর ডিসি নেই। আগের দিন সোমবার ২৫ জনকে দেওয়া হয়েছিল; এরমধ্যে সিলেটে একজনকে বাদ দিয়ে আরেকজনকে দেওয়া হয়েছে।“
এই আট জেলা হল- লক্ষ্মীপুর, জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, সিরাজগঞ্জ, শরীয়তপুর, দিনাজপুর ও রাজবাড়ী।
প্রত্যাহার করে নেওয়া আট কর্মকর্তা হলেন- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব সুফিয়া আক্তার রুমী (লক্ষ্মীপুর), বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন হাওলাদার (সিরাজগঞ্জ), আরপিএটিসির উপপরিচালক মনোয়ারা বেগম (রাজবাড়ী), জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান (রাজশাহী), স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মো. আব্দুল আজিজ (শরীয়তপুর), পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মো. মোবাশশেরুল ইসলাম (দিনাজপুর); যারা মঙ্গলবার ডিসির দায়িত্ব পেয়েছিলেন।
এছাড়া বঙ্গবন্ধু হাইটেক সিটি-২ এর সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্পের পরিচালক মো. সাইদুজ্জামান (জয়পুরহাট) ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ফারহানা ইসলামকে (কুষ্টিয়া) ডিসি হিসেবে বদলির আদেশও বাতিল করা হয়েছে। এই দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল সোমবার।
যে চার জেলায় ডিসি পদে রদবদল আনা হয়েছে, তার মধ্যে টাঙ্গাইলের ডিসিকে পঞ্চগড়, নীলফামারীর ডিসিকে টাঙ্গাইল, নাটোরে ডিসিকে লক্ষ্মীপুর এবং পঞ্চগড়ের ডিসিকে নীলফামারীতে বদলি করা হয়েছে।
ক্ষমতার পটপরিবর্তানের পর মাঠ প্রশাসনেও ব্যাপক রদবদল আনছে অন্তর্বর্তী সরকার। এর ধারাবাহিকতায় সোমবার ২৫ জন ও মঙ্গলবার ৩৪ জনকে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়য়।
কিন্তু মঙ্গলবার দিনভর সচিবালয়ে হট্টগোল করেন আগের সরকারের আমলে ‘বঞ্চিত’ উপসচিবরা; শেষ পর্যন্ত প্রজ্ঞাপন বাতিলের আশ্বাসে তারা মন্ত্রিপরিষদ সচিবের কার্যালয় ত্যাগ করেন।
ওই ঘটনার পরদিনই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নবনিযুক্তদের ১২ জনের বিষয়ে নতুন সিদ্ধান্ত জানালেন।
মোখলেস উর রহমান বলেন, “একটি বাছাই কমিটির মাধ্যমে ডিসিদের ফিটলিস্ট হয়। সেই কমিটি আজকে বসেছিল। পর্যালোচনা করে ইমিডিয়েট যেটা হয়েছে, ইতোমধ্যে ৮ জনের নিয়োগ বাতিল করা হয়েছে।”
আরও পড়ুন
সচিবালয়ে ডিসি পদপ্রত্যাশীদের দিনভর হট্টগোল