পৃথক আদেশে ৩৪ জেলায় ডিসি পদে নতুন মুখ আনা হয়েছে।
Published : 10 Sep 2024, 04:46 PM
আগের দিন দায়িত্ব দেওয়া পি কে এম এনামুল করিমকে বাদ দিয়ে সিলেটের ডিসি করা হয়েছে শের মাহবুব মুরাদকে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এ উপসচিবকে সিলেট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আগের দিনই দেশের ২৫ জেলায় প্রশাসকের দায়িত্ব পান সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, যার মধ্যে সিলেটের দায়িত্ব পড়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পি কে এম এনামুল করিমের কাঁধে।
এই আদেশের এনামুল করিম অংশটুকু বাতিল করার কথা মঙ্গলবারের প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এদিনই পৃথক আদেশে ৩৪ জেলায় ডিসি পদে নতুন মুখ আনা হয়েছে। সব মিলিয়ে ৫৯ জেলায় নতুন জেলা প্রশাসক আনল অন্তর্বর্তী সরকার।