সোমবার থেকে বৃষ্টি বাড়বে

সামনের কয়েকদিন কাছাকাছি সময়ে অস্বাভাবিক গরম পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2024, 06:48 AM
Updated : 22 March 2024, 06:48 AM

চৈত্রের গরমের আঁচ শুরু না হতেই গত কয়েকদির ধরে থেমে থেমে যে বৃষ্টি ঝরছে তাতে বিরতি মিলেছে। তবে আগামী সোমবার থেকে ফের বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার আবহাওয়াবিদ ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কয়েকদিন বৃষ্টি একটু কম থাকবে; তাপমাত্রাও বাড়বে৷ সোমবার থেকে বৃষ্টি বাড়বে তবে কাছাকাছি সময়ে অস্বাভাবিক গরম পড়বে না।”

রাজধানীর বিভিন্ন স্থানে বৃহস্পতিবার রাতে বৃষ্টি নামে। বৃষ্টি ছিল গত মঙ্গলবার ও বুধবারও।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় ৪ মিলিমিটার বৃষ্টি পড়ার তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঢাকার বাইরে কক্সবাজার, কুড়িগ্রামের রাজারহাট, কক্সবাজারের টেকনাফ, বান্দরবানসহ বিভিন্ন জায়গায় কমবেশি বৃষ্টি হয়েছে।

মার্চ মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, দুই-তিনদিন বজ্রসহ বৃষ্টি ও কালবৈশাখী ছাড়াও মাসের শেষ দিকে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

দেশের সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল নীলফামারীর সৈয়দপুরে।

আরও পড়ুন:

Also Read: ফাগুনের শেষ বৃষ্টি ঝরল ঢাকায়

Also Read: শিলাবৃষ্টি, কালবৈশাখী আর তাপদাহ, সবই আছে মার্চে