ফাগুনের শেষ বৃষ্টি ঝরল ঢাকায়

ঢাকায় হয়েছে ৫ মিলিমিটার; সর্বোচ্চ ৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে নোয়াখালীর হাতিয়ায়।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2024, 02:50 PM
Updated : 14 March 2024, 02:50 PM

পূর্বাভাস আগে থেকেই ছিল, সেটি প্রমাণ করতেই যেন এক পশলা বৃষ্টি ঝরল ফাগুনের শেষ দিনের দুপুরে। তবে ক্ষণিক পরেই থেমে যায় তা, কিছুক্ষণের মধ্যেই আকাশে সূর্যও উঁকি দিল।

বৃহস্পতিবার দুপুরের দিকের ওই হালকা বৃষ্টি ঝরেছে রাজধানীর মিরপুর, আগারগাঁও, সদরঘাট, জিগাতলা, হাতিরঝিলসহ বিভিন্ন এলাকায়।

আবহাওয়াবিদ বজলুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃষ্টি তো তেমন হয়নি, ১৬ তারিখের পর আর থাকবে না।”

সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টি পড়ার তথ্য জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, সবশেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪০ মিলিমিটার বৃষ্টিপাত নথিবদ্ধ হয়েছে নোয়াখালীর হাতিয়ায়।

এর বাইরে ফেনী, মাদারীপুর চাঁদপুর, নোয়াখালীর মাইজদীকোর্টসহ বিভিন্ন জায়গায় কম-বেশি বৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যান্য স্থানের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

পরদিন একই ধরনের বৃষ্টির আভাস রয়েছে খুলনা ও বরিশাল অঞ্চলসহ ঢাকা বিভাগের জন্য।

সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা বাড়ার আভাসও দেওয়া হয়েছে পূর্বাভাসে।

মার্চ মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছিল, দুই-তিন দিন বজ্রসহ বৃষ্টি ও কালবৈশাখী ছাড়াও মাসের শেষ দিকে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

দেশের সর্বোচ্চ ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল রাজশাহীতে।

বৃহস্পতিবার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলের উপর পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।