সিলেটে রোববার রাতে ৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে দেশের আর কোথাও পরিমাপযোগ্য বৃষ্টির তথ্য নেই।
Published : 23 Apr 2024, 12:22 AM
চলমান তাপপ্রবাহের মধ্যে টানা দ্বিতীয় দিনের মত দেশের সর্বোচ্চ তাপমাত্রা সামান্য কমলেও ফের বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
সোমবার খুলনা, যশোর ও চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াসে।
আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, “আগের দিনের চেয়েও তাপমাত্রা সামান্য কমছে। তবে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। আরও তিন দিন চলমান এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে সতর্কতা রয়েছে।”
চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় শনিবার; সেদিন যশোরে থার্মোমিটারের পারদ উঠেছিল ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
রোববার তাপমাত্রা সামান্য কমলেও তাপপ্রবাহের বিস্তার বেড়ে ছড়ায় ৫১ জেলায়। রোববার চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
সোমবার সর্বোচ্চ তাপমাত্রা আরো একটু কমলেও রাজশাহী, পাবনা, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা, কৃষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
আরো ৩ দিনের সতর্কবার্তা, বাড়তে পারে তাপমাত্রা
তাপপ্রবাহ বইছে ৫১ জেলায়, আরো ৩ মৃত্যু
আর ময়মনসিংহ, মৌলভীবাজার ও রাঙামাটি জেলাসহ রাজশাহী, খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা, রংপুর ও বরিশাল বিভাগের ওপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ।
বাতাসে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কম হলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রাকে বলা হয় মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা ৪২ ডিগ্রির উপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ।
আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, “বিরাজমান তাপপ্রবাহ আরো বিস্তার লাভ করতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর গরম বিরাজ করছে।”
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দুই দিন সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টির আভাসও রয়েছে।
রোববার রাতে সিলেটে ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সপ্তাহের শেষ দিকে দেশের উত্তর পূর্বাংশে বৃষ্টিপাত বাড়ার আভাস রয়েছে।