“আজকে থেকে তিন দিন হালকা বৃষ্টি হতে পারে। এরপর আপাতত নেই। আবার ২৩ তারিখে বৃষ্টি হতে পারে।”
Published : 18 Feb 2025, 01:19 PM
ফাগুনের শুরুতেই দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার দেশের দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বৃহস্পতিবার সারাদেশে বৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আফরোজা সুলতানা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আজকে থেকে তিন দিন হালকা বৃষ্টি হতে পারে। এরপর আপাতত নেই। আবার ২৩ তারিখে বৃষ্টি হতে পারে।”
আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সেই সঙ্গে শেষরাত থেকে ভোর পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে।
পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মঙ্গলবার নীলফামারীর ডিমলায় দেশের সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিবদ্ধ হয়। আর দেশের সর্বোচ্চ ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল বান্দরবানে।