জব্দ হওয়া বাড়িটি রাজধানীর মিরপুরের পীরের বাগ এলাকায়। এছাড়া ১১শ বর্গফুটের দুটি ফ্ল্যাট পশ্চিম শেওড়াপাড়া এলাকায়।
Published : 07 Apr 2025, 08:54 PM
বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবনের একটি ছয় তলা বাড়ি, দুটি ফ্ল্যাটসহ ৮ দশমিক ৮৮ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছে আদালত।
সেইসঙ্গে তার নামে থাকা ১৩টি ব্যাংক হিসাব ও একটি গাড়ি অবরুদ্ধ করা হয়েছে।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জাকির হোসেন গালিব সোমবার এ আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক মামলার তদন্ত কর্মকর্তা আল আমিন এসব সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদন করেন।
সেখানে বলা হয়, জব্দ হওয়া বাড়িটি রাজধানীর মিরপুরের পীরের বাগ এলাকায়। এছাড়া ১১শ বর্গফুটের দুটি ফ্ল্যাট পশ্চিম শেওড়াপাড়া এলাকায়।
বাড়ি, ফ্ল্যাট ও ৮ দশমিক ৮৮ বিঘা জমির মূল্য ধরা হয়েছে ৩ কোটি ৩৮ লাখ ৫৬ হাজার ৭৯৭ টাকা। তার গাড়ির মূল্য ধরা হয়েছে ১৫ লাখ টাকা। এছাড়া অবরুদ্ধ হওয়া ব্যাংক হিসাবে ৬৩ লাখ ৫৯ হাজার টাকা রয়েছে।
দুদকের পক্ষে প্রসিকিউটর রুহুল ইসলাম খান শুনানি করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে।
আবেদনে বলা হয়, আসামি সৈয়দ আবেদ আলী জীবনের নামে অর্জিত স্থাবর বা অস্থাবর সম্পদ হস্তান্তর বা স্থানান্তর বা দলিল সম্পাদন বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন বা হস্তান্তরের ‘সম্ভাবনা’ রয়েছে। ‘সুষ্ঠু তদন্তের স্বার্থে’ তার স্থাবর সম্পদ জব্দ এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক৷
প্রশ্নফাঁসের ঘটনায় গত বছরের ৮ জুলাই আবেদ আলীকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।
পাঁচ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন ছাড়াও প্রায় ৪৫ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে গত ৫ জানুয়ারি আবেদ আলী জীবনের বিরুদ্ধে মামলা করে দুদক।
পুরনো খবর