আন্তর্জাতিক ফুটবল
Published : 29 Apr 2025, 07:42 PM
বেশ কিছুদিন ধরেই এমন গুঞ্জন শোনা যাচ্ছে, যদিও কোনো নিশ্চিত খবর মেলেনি এখনও। তবে কিছু গণমাধ্যমে খবর বেরিয়েছে, ব্রাজিলের কোচ হওয়ার দ্বারপ্রান্তে আছেন কার্লো আনচেলত্তি।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার খবর, চলতি মৌসুম শেষ ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিতে দেশটির ফুটবল ফেডারেশনের সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন ইতালিয়ান এই কোচ।
গণমাধ্যমের খবর সত্যি হলে মৌসুমের বাকি অংশ শেষ করেই বিদায় জানাবের আনচেলত্তি। সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগের ঝামেলা পোহাতে হবে না রেয়াল মাদ্রিদকে।
অন্যরকম গুঞ্জনও আছে। আগামী ১৪ জুন শুরু হবে নতুন আঙ্গিকের ফিফা ক্লাব বিশ্বকাপ। এএস এর খবর অনুযায়ী, এর আগে আনচেলত্তি বিদায় নিলে টুর্নামেন্টটির জন্য ক্লাবের সাবেক কোচ সান্তিয়াগো সোলারিকে দায়িত্ব দেওয়া হতে পারে।
রেয়াল মাদ্রিদের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি রয়েছে আনচেলত্তির। কিন্তু তার কোচিংয়ে চলতি মৌসুমে দলের পারফরম্যান্স মোটেও আশানুরূপ হয়নি। হয়তো ট্রফি শূন্যই কাটবে ২০২৪-২৫ মৌসুম।
গত শনিবার কোপা দেল রের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে হারে রেয়াল। এর আগে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেয় ইউরোপের সফলতম ক্লাবটি। শেষ আটের দুই লেগে আর্সেনালের বিপক্ষে ভরাডুবির পরই মূলত রেয়াল মাদ্রিদে আনচেলত্তিকে ঘিরে সবকিছুই বদলে যেতে শুরু করে।
তখন থেকে জোর গুঞ্জন শুরু হয়, চলতি মৌসুম শেষেই হয়তো তার সঙ্গে চুক্তি ছিন্ন করতে পারে ক্লাবটি।
মৌসুমে কেবল লা লিগায় শিরোপা স্বপ্ন বেঁচে আছে মাদ্রিদের দলটির। সেখানেও অবশ্য শিরোপাভাগ্য তাদের হাতে নেই; পাঁচ ম্যাচ বাকি থাকতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থেকে দুইয়ে আছে দলটি।
দুই মেয়াদে রেয়ালের কোচ হিসেবে দায়িত্ব পালন করে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি করে লা লিগা ও কোপা দেল রের শিরোপা জিতেছেন আনচেলত্তি। তবে আরও একবার সান্তিয়াগো বের্নাবেউয়ে শেষটা হয়তো খারাপভাবেই হতে যাচ্ছে তার।
২০২২ বিশ্বকাপে ব্যর্থতায় তিতে ব্রাজিলের কোচের দায়িত্ব ছেড়ে দেওয়ার পর থেকে, আনচেলত্তিকে পেতে জোর চেষ্টা করে তারা। কিন্তু ক্লাব ফুটবলে দারুণ সফল এই কোচ প্রতিবারই ফিরিয়ে দেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।
গত মাসে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের ৪-১ ব্যবধানে হারার পর পুরোনো গুঞ্জন আবারও উঠতে শুরু করে। ওই হারের পরই দরিভাল জুনিয়রকে বরখাস্ত করে ব্রাজিল।
গণমাধ্যমের খবর সত্যি হলে, দীর্ঘ অপেক্ষা শেষে আনচেলত্তিকে ডাগআউটে পেতে যাচ্ছে সেলেসাওরা।