Published : 24 Feb 2025, 03:48 PM
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক নির্বাহী সদস্য খাইরুল ইসলামের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ক্ষেত্রেও একই আদেশ এসেছে।
দুদকের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার এ আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব।
খাইরুল ইসলামের বিদেশযাত্রার নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক (মানিলন্ডারিং) এস এম মামুনুর রশীদ।
আবেদনে বলা হয়, খাইরুলের বিরুদ্ধে ভুয়া সম্পত্তিকে জামানত দেখিয়ে বেসিক ব্যাংকের কারওয়ান বাজার শাখা থেকে ১০ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগ রয়েছে। তিনি বিদেশে পালাতে পারেন বলে জেনেছে দুদক। সেই কারণে তার বিদেশ গমন ঠেকানো প্রয়োজন।
আর আবেদ আলীর দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন দুদকের সহকারী পরিচালক আল-আমিন।
আবেদনে বলা হয়, আবেদের বিরুদ্ধে জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। ওই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।