১৪ জানুয়ারি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মতিউর ও তার স্ত্রী লায়লা কানিজকে গ্রেপ্তার করা হয়।
Published : 19 Jan 2025, 11:46 PM
ছাগলকাণ্ডে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আলোচিত সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে আরও দুই মামলায় এবং তার স্ত্রী লায়লা কানিজ লাকিকে আরও একটি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত।
রোববার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত এই আদেশ দেয়।
দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য নিশ্চিত করেন।
মতিউরকে নতুন করে যে দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হলো, তার একটির তদন্ত কর্মকর্তার দায়িত্বে আছেন দুদকের সহকারী পরিচালক শাহজাহান মিরাজ।
গ্রেফতার দেখানোর আবেদনে তিনি বলেন, মতিউর রহমান বর্তমানে ভাটারা থানার একটি মামলায় গ্রেপ্তার আছেন। তার বিরুদ্ধে দুদকে একটি মামলা হয়েছে।
আরেকটি আবেদনের পরিপ্রেক্ষিতে মতিউর রহমান ও তার স্ত্রী লায়লা কানিজ লাকিকে গ্রেপ্তার দেখানো হয়।
আবেদনটি করেন মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপ সহকারী কর্মকর্তা সাবিকুন নাহার।
আবেদনে তিনি বলেন, মামলার আসামি মতিউর রহমান বর্তমানে ভাটারা থানার মামলায় গ্রেপ্তার আছেন। আর লায়লা কানিজ দুর্নীতি দমন কমিশনের মামলায় হাজতে আছেন।
আবেদনে বলা হয়, দুজনের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে, যেটির তদন্ত চলমান।
এদিন সকালে দুদকের করা অপর একটি মামলায় লায়লা কানিজের জামিন আবেদন নাকচ করে দেয় আদালত। এই মামলায় আগামী ২৬ জানুয়ারি শুনানি হবে।
গত ১৪ জানুয়ারি ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মতিউর ও তার স্ত্রী লায়লা কানিজকে গ্রেপ্তার করা হয়।
পরে মতিউর রহমানকে ভাটারা থানার অস্ত্র মামলায় তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পায় পুলিশ।
অন্যদিকে লায়লা কানিজকে দুদকের মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করে দুদক।