বর্তমান পরীক্ষা নিয়ন্ত্রককে ওএসডি করা হয়েছে।
Published : 28 Jan 2025, 01:17 PM
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন যশোরের মধুসূদন কলেজের অধ্যক্ষ খন্দোকার এহসানুল কবির। আর পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পেয়েছেন ঢাকার তিতুমীর কলেজের অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
অবসরোত্তর ছুটিতে যাওয়ার সুবিধার্থে গত ১৮ ডিসেম্বর ঢাকা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকারকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছিল। এখন তার স্থলাভিষিক্ত হলেন অধ্যাপক এহসানুল কবির।
পৃথক আদেশে বোর্ডের বর্তমান পরীক্ষা নিয়ন্ত্রক আবুল বাশারের প্রেষণ প্রত্যাহার করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। প্রেষণে তার স্থলাভিষিব্ত হলেন অধ্যাপক এস এম কামাল।